নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

গুডলাক বাংলাদেশ! আমাদের মাথাপিছু আয় এখন ১,০৪৪ ডলার!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

আমাদের আবুল, মানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব, এতদিনে একটা ভাল খবর দিলেন! তার নিজের এখতিয়ার ভুক্ত দফতরের- বিভিন্ন প্রতিষ্ঠানের নানা আর্থিক কেলেঙ্কারিতে তিনি তো অনেক আগেই "কেলেঙ্কারির এক শেষে" পরিণত হয়েছেন! সাথে সাথে বর্তমান সরকারেরও দফারফা করে ছেড়েছেন!



যাক! তাও ভাল যে, শেষবেলায় দেশবাসীকে তিনি অন্তত একটা সুখবর শোনাতে পেরেছেন!



আর এই সুখবরটা হল, “২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বছরে ৯২৩ ডলার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৪ ডলার।” মানে আমাদের মাথাপিছু আয় এখন ১,০৪৪ ডলার/বছরে!



স্বাধীনতার ৪২ বছর পর আমরা অবশেষে একটা পর্যায়ে এসে পোঁছালাম! পার হলাম একটা কঠিন ধাপ! এটাকে আবার গিটঠু ছাড়াও বলা যেতে পারে! মানে আমি বলতে চাচ্ছি, আমাদের অন্তত একটা গিটঠু ছেড়েছে!



আপনি হয়ত একটাকে একজন ছাত্রের S.S.C পাশের সাথে তুলনাও করতে পারেন! এরপর H.S.C, তারপর Bachelor Degree, তারপর Masters পাশ, তারপর, তারপর? ...... মানে তারপরের আর কোন শেষ নেই! পড়ালেখার কি আর শেষ আছে ভাই?



মাথাপিছু আয় বাড়ারও কোন শেষ নেই! এখন অতিদ্রুত আমরা H.S.C, তারপর Bachelor Degree, তারপর Masters পাশ করবো। তারপর, তারপর? ...... মানে তারপরের আর কোন শেষ নেই!



মানে আমরা এখন অতি দ্রুত LDC দেশের কাতার থেকে মধ্য আয়ের দেশের দিকে এগিয়ে যাব! খুব হলে ওখানে পৌছাতে আমাদের আর ১০ থেকে ১৫ বছর লাগবে! তারপরের ধাপে পৌঁছানোর সময় আরও কম লাগবে!



আমরা এগোতেই থাকবো!



গুডলাক বাংলাদেশ!



০৪/০৯/২০১৩, রাতঃ ১১.৩১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

আমি ব্লগার হইছি! বলেছেন: টাকা কামানোর কোন শেষ নাই, টাকা কামানোর চেষ্টা বৃথা তাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: ঠিক! ঠিক! ঠিক !!!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

ঢাকাবাসী বলেছেন: মালের চাপা! এক্কেবারে মিছা কথা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

সুকান্ত কুমার সাহা বলেছেন: ভাল, শুনতে ভাল লাগে
হোক না সেটা চাপা!

মন্দ কি ভাই?
হলে তা লাখে লাখ

সবশেষে তো, আমাদেরই
বাংলাদেশের গুডলাক!!

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

দি সুফি বলেছেন: তাইলে এখন থিকা আমি হাজারপতি B-)) B-)) B-)) =p~ =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

সুকান্ত কুমার সাহা বলেছেন: হ ! ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.