![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতক্ষণে আসল কথা জানা গেল ।; আর তা হল সিরিয়া যদি তার রাসায়নিক অস্ত্রগুলো আমেরিকা অথবা তৃতীয় কোন দেশের হাতে তুলে দেয় তাহলে সে আমেরিকা দ্বারা আক্রান্ত হবে না। সিরিয়া নিয়ে এত ঘটনার এটাই হচ্ছে আসল কথা। এর মাজেজা হল ইজরাইল ও সৌদি আরবকে এই অস্ত্রের আক্রমণ থেকে যেকোন উপায়ে রক্ষা করা বা অস্ত্রগুলো ভুলিয়ে ভালিয়ে হাতিয়ে নিয়ে তারপর আক্রমণ করা।
ইজরাইলের ভয়, যদি সিরিয়ার সেনাবাহিনী বা লেবাননের শিয়া-পন্থি গেরিলা যোদ্ধাদল “হিজবুল্লাহ” এই অস্ত্র হাতে পায় আর তার দেশের উপর এর একটাও প্রয়োগ করে তাহলেই সব শেষ। এক ঝটকায় প্রচুর মানুষ মারা যাবে। তারপরে আর যতই পাল্টা আক্রমণ করা হোক না কেন, এই ক্ষতি আর পোষাবে না।
অপরদিকে সৌদি আরবের ভয় সিরিয়ার শিয়া'পন্থী সরকার যদি ইরানের সাথে মিলে বা নিজ থেকেই তার উপর এই অস্ত্র প্রয়োগ করে তাহলে তারও দফারফা হবে। সৌদি আরব এটা ভাল করেই জানে, যদি যুদ্ধ একবার শুরু হয়, তাহলে সিরিয়া কখনোই আমেরিকার একটা সৈন্যেরও নাগাল পাবে না, কারণ তারা থাকবে কমপক্ষে হাজার মাইল দূরে, জাহাজে বা কোন দ্বিপে। আর সিরিয়ার বিমান বা ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর আগেই ধ্বংসপ্রাপ্ত হবে। তাই সিরিয়া আক্রান্ত হওয়ার সাথে সাথে সে পাল্টা আক্রমণ আমেরিকাকে না করে করবে সৌদি আরবকে কারণ নাগালের মধ্যে সে তাকেই পাবে। আর সিরিয়া নিশ্চিত ভাবেই প্রথম আক্রমণটা তার সেরা অস্ত্র দিয়েই করতে চাইবে এবং সেটা যদি হয় রাসায়নিক, তাহলে তো এক আঘাতেই রাজা বাদশাদের খেল খতম। জাড়ি জুরি দেখানোর আর সময় কই? ভোগ দখল সব শেষ! তার চেয়ে রিভার্স খেলে এইসব মারাত্মক অস্ত্র হাতানোই ভাল না? পরে যা হোক একটা কিছু করা যাবে! সিরিয়া বালুর মধ্যে আর কত নরমাল বোম মারবে! মারুক না যত খুশি ! রাজতন্ত্র না বাঁচলে দেশ দিয়ে কি হবে? আর দেশের মানুষ? ওয়াক ফু ......
আর আমেরিকার উদ্দেশ্য, আসাদকে সরানোর পর, সে দেশের ক্ষমতা নিশ্চিত ভাবেই চলে যাবে সুন্নি গেরিলাদের হাতে, যারা মূলত আল কায়দার অনুসারী এবং ইজরাইল ও আমেরিকার জাত শত্রু। তাই তাদের হাতে কোনক্রমেই এই রাসায়নিক অস্ত্র পরতে দেওয়া যাবে না।
কেইবা চায় নিজ পায়ে কুড়াল মারতে? আর আমেরিকা, যে কিনা পৃথিবীর দেশে দেশে কুড়াল মেরে বেড়াচ্ছে, সে কিনা এই ভুল করবে? মানা যায়? অবশ্যই না। তাই সে ফাঁদ পেতেছে, যদি ভুলিয়ে ভালিয়ে এই অস্ত্রগুলো নিজেদের কব্জায় নেওয়া যায় অথবা কোনভাবে যদি রাশিয়ারও হাতে তুলে দেওয়া যায়, তাহলেই কেল্লাফতে। একঢিলে অনেক পাখি মারবে ...
এখন দেখা যাক, প্রেসিডেন্ট আসাদ সেই পাতা ফাঁদে পা দেয় কিনা? আর বন্ধু বেশধারীরা বিভীষণের রূপ ধরে কিনা?
০৯/০৯/২০১৩ রাতঃ ০৯.০০
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
সুকান্ত কুমার সাহা বলেছেন: তাই তো মনে হচ্ছে ...
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
আমি ব্লগার হইছি! বলেছেন: বন্ধু বেশধারীরই বিভীষণের রূপ ধরবে শেষ পর্যন্ত।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
সুকান্ত কুমার সাহা বলেছেন: মনে তো তাই হয় !!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১
রাখালছেলে বলেছেন: আমেরিকার মত শয়তানের কোন অযুহাত লাগে না। তারা একাই একশ । হয়ত বারাক ওবামা চাইছে যুদ্ধে না যেতে । কারন তাদের অর্থনৈতিক অবস্থা নাজুক। তাদের বড় বন্ধু ব্রিটিশ রা তো এখন জান বাচাতে ব্যস্ত । তাই হয়ত আবার বলছি হয়ত এই যুদ্ধে না যাওয়ার ইচ্ছাটাই প্রবল ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
সুকান্ত কুমার সাহা বলেছেন:
কাঠ বলে কুড়ালকে, ভাই আমাকে কাটো ক্যা?
কুড়াল বলে, ভাই আমি কি করমু? তোমার জাইতা ভাই আমার পাছার মধ্যে ঢুইকা আছে !!
একটা গ্রাম্য কৌতুক শেয়ার করলাম !
মিল কি খুঁজে পান?
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
ব্লগার ইমরান বলেছেন: হা হা হা , ব্যাপারটার কাছাকাছি গেছেন। কিন্তু পুরো হলো না। পুতিন যেভাবেই হোক আসাদকেই ক্ষমতায় রাখবেই।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
সুকান্ত কুমার সাহা বলেছেন: দেখা যাক কি হয়!
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
মদন বলেছেন: আরে তাই তো...
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: আরে তাই তো...
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
চলতি নিয়ম বলেছেন: বন্ধু বেশধারীরই বিভীষণের রূপ ধরবে শেষ পর্যন্ত।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
সুকান্ত কুমার সাহা বলেছেন: বন্ধু বেশধারীরই বিভীষণের রূপ ধরবে শেষ পর্যন্ত ---- যুগ সুগ ধরে তাই হয়ে আসছে !! বিভীষণ, মিরজাফর, মোশতাক, ????
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
মাইন রানা বলেছেন: আসলে হুমকি ধমকি দিয়া অস্ত্রগুলি হাতিয়ে নিয়ে এর পর সোজা খতম
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: সোজা খতম - ইরাকে সাদ্দামের ক্ষেত্রেও তাই হয়েছে ! মনে পড়ে কি?
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: অস্ত্রগুলো ভুলিয়ে ভালিয়ে হাতিয়ে নিয়ে তারপর আক্রমণ করা।
বিষয় এটাই .....