![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুযোগ পেলেই আমরা জ্ঞানীগুণী, আমজনতা একযোগে রাজনীতিকে ধুয়ে মুছে সাফ করে দেই! নিজেরা কি পারি, আর না পারি, তা না ভেবে, খুঁজে বেড়াই এর দোষ ত্রুটি। আর রাজনৈতিক নেতা বা কর্মীদের বেলায় তো কথাই নেই, সমালোচনার যত রকমফের আছে তার সবই উগড়ে দেই। দেই যথাসম্ভব গালমন্দ, পাড়লে গুষ্টি সহ উদ্ধার করি। অথচ নিজেদের দিকে ফিরে তাকালেই কিন্তু সবকিছুই স্পষ্ট দেখতে পাড়তাম, ক্লিয়ার হতো সব, একদম ক্লিয়ার! কিন্তু তা আমরা করি না, হয়ত আগামীতেও করবোও না, এটাই আমাদের প্র্যাকটিস! স্বভাব!
আবার আমরাই এদের কাছে স্বাধীনতা চাই, চাই সুশাসন, অর্থনৈতিক মুক্তি, বিপদে পড়লে চাই সাহায্য সহযোগিতা। এমনকি পড়শির সাথে বাড়ির সীমানা নিয়ে ঠেলাঠেলি হলে, মেয়ে-ছেলের বিয়েতে কেউ বাগড়া দিলে, তা থেকে মুক্তি পেতে এদেরই দ্বারস্থ হই। পারলে তাদের পায়ের তালু থেকে চাটতে থাকি লজ্জা শরম পকেটে রেখে। অথচ একটু আগেই তাদের গালি দিয়ে এসেছি।
আবার আমরাই টাকা নিয়ে ভোট দেই, দলবাজি করি অন্ধের মত। লাঠালাঠি করি নিজ পরিবারের মধ্যে, বন্ধু বান্ধব, ক্লাসমেটদের সাথে। মিথ্যাকে সত্য বলে অপপ্রচার চালাই জোরেশোরে। করি ধর্মের মিথ্যা ব্যবহার জেনেশুনে, নিজস্বার্থে। আর সবসময় চেষ্টা থাকে, কিভাবে নিজের বাড়ীর, জমির সীমানাটাকে বাড়িয়ে অন্যের জায়গা জমি দখল করা যায়? আর রাস্তা, নালা, নর্দমা দখল করে কিভাবে নিজের সুখটাকে আরও বাড়িয়ে অন্যের অসুখ বাড়িয়ে মায়া কান্না দেখিয়ে সরকার আর রাজনৈতিক নেতাদের গালাগালি করা যায়। কিভাবে বছর শেষে ভাড়াটিয়াদের গলা টিপে ধরা যায়? সারা বছর শুধু তাই নিয়েই ভাবি! যদিও নিজে সরকারকে এক পয়সাও ট্যাক্স দেই না কিন্তু সরকারের কাছে চাই ষোলআনা সুযোগ সুবিধা! সরকার ঈদের ছুটিতে বন্ধ বাসায় তালা লাগাতে বললেও দোষ!
অমুকে খারাপ, তমুকে খারাপ, এদের দিয়ে কিছু হবে না! দেশটা গোল্লায় গেছে, না, এদেশে আর থাকা যাবে না, কোন ভবিষ্যৎ নেই – এই মনোবৃত্তি নিয়ে নিজে একবারের জন্যও রাজনীতিকে পরিষ্কার করার জন্য, দেশের ভালোর জন্য রাস্তায় নামি না, নির্বাচন করি না, দেই না মিশতে ছেলে-মেয়েকে রাজনীতির সাথে, আবার জোর গলায় চাই গণতন্ত্র! শত ভাগ খাঁটি!
একজন উচ্চ শিক্ষিত ছেলে নিজ দেশে এসেছে, নিজ মানুষের সাথে মিশতে, কথা বলতে। শেয়ার করতে চাচ্ছে তার ভাবনা চিন্তা অপরের সাথে। সেটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য এবং তা প্রকাশ্যে ঘোষণা দিয়েই ...
তাতেও দোষ?
কথায় আছে-প্রজার গুনে রাজা!
তাহলে আমাদের রাজা/রানী’রা যদি খারাপ হয়, তাহলে এর জন্য দায়ী কে?
১৪/০৯/২০১৩
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১
সুকান্ত কুমার সাহা বলেছেন: সত্য কথাগুলো সহজভাবে বোঝার জন্য আপনাকেও ধন্যবাদ!
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
নুসরাতসুলতানা বলেছেন: চমৎকার বলেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
আজমান আন্দালিব বলেছেন: সহজভাবে সত্য কথাগুলো বলার জন্য ধন্যবাদ।