নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

স্টিফেন হকিং ও স্বেচ্ছামৃত্যুঃ

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

এই দাবী অনেকেরই এবং তা অনেকদিন ধরেই চলছে। বিতর্ক চলছে পৃথিবী জুড়ে জ্ঞানী গুণীদের মধ্যে। শুধু তাই নয়, অনেক বিশিষ্ট ডাক্তার তো বার্ধক্য জনিত, জটিল রোগে ভোগা, যাদের আর ভাল বা সুস্থ হওয়ার কোনই সুযোগ ছিল না, এই রকম অনেককেই স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতে সাহায্য করে বা নিজ থেকেই স্বেচ্ছা মৃত্যু দিয়ে (তাদের ভাষায় কষ্ট থেকে মুক্তি দিয়ে) রীতিমত জেলের ঘানী খেটেছে বা এখনো খাটছে, তাও আবার খুনের মামলায়।







অবশেষে পৃথিবীর জীবিত বিজ্ঞানীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী জনাব স্টিফেন হকিং এর পক্ষ নিলেন। তিনি জটিল রোগে ভুগতে থাকা বা যেসব মানুষের আর বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই, এই সকল মানুষদের তাদের নিজস্ব বা তার পরিবারের মত নিয়ে স্বেচ্ছামৃত্যু নেওয়ার অধিকার দিতে বললেন।



মজার ব্যাপার হল, একবার মিঃ হকিং গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গেলে তার স্ত্রীকে ডাক্তারগণ তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে, মৃত্যু বরনে সাহায্য করতে বললে তখন তিনি এই প্রস্তাবে রাজী হননি, হলে কি হত? আমরা আর আজকের স্টিফেন হকিংকে দেখতে পেতাম না। হয়ত সুযোগ হত না, তার গ্র্যান্ড ডিজাইন পড়ার। এর জন্য তার স্ত্রীকে ধন্যবাদ!

এখন তিনি স্বেচ্ছা মৃত্যুর অধিকার দিতে বলছেন ভুক্তোভুগীদের।



আমরা আশা করবো মিঃ হকিং এই সুযোগ নিজের জন্য চাইবেন না! যদিও আমরা জানি না, এইভাবে নিথর ভাবে বেঁচে থাকার জন্য তাকে কতই না কষ্ট পেতে হচ্ছে?



জানি না সামনে কি ঘটবে !!!



১১-৩০ রাত, ১৯/৯/১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.