![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরপর দুইদিন ছুটি কাঁটিয়েই হাঁপিয়ে উঠেছি আমি
হাতে আরও পাঁচদিন ছুটি রয়েছে এখনো বাকী,
বিপদ হবে “ওর”, ভেবে যাইনি এবার বাড়ী
মনে হচ্ছে, এই পূজোয় দিচ্ছি নিজেকে মস্ত ফাঁকি।
বন্ধুরা সব দলবেঁধে দিচ্ছে মিসকল-
রিপ্লাই দিলেই, শুনছি অকথ্য গালাগাল,
জানতে চাচ্ছে, কেন আসলাম না, তা সত্যি করে বল?
আর, আমাকে কষ্ট দিতেই, আকারে ইংগিতে বলছে আসরের ফলাফল।
একদিন যে আড্ডায়, আসরে, ফুর্তিতে
ছিলাম আমি মধ্যমণি,
আজ রুটি, রুজি ও দায়িত্বের চাপে-
সেখানেই অনুপস্থিত সেই আমি।
১৪/১০/২০১৩, রাত ১২.৫০
বিঃদ্রঃ বুকে সাহস নিয়ে পোষ্ট দিলাম। এটাই প্রথম লেখা! জানিনা কেমন হয়েছে? তবে নিজের কাছেই ভাল লাগছে না! মিলছে না! হেল্প প্লিজ!!!
©somewhere in net ltd.