নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

ফ্লাইওভারে গাড়ী জোড়ে চলে কেন, সরকার জবাব দাও!

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

ছুটি ক্রমেই অসহ্য হয়ে উঠছে। তাই ঘর থেকে বের হলাম- মন খুলে ঘুরবো বলে। ঢাকার রাস্তাঘাট সব ফাঁকা ফাঁকা। ভালোলাগার কথা? প্রথম প্রথম কয়েকদিন ভাল লেগেছেও কিন্তু আজ আর তেমন একটা ভাল লাগছে না। ওই যে ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম ...

এক মুচি, রাজবাড়ীতে একরাতের জন্য বাস করার সুযোগ পেয়েছে, রাতে তার ঘুমানোর জায়গা হয়েছে রাজবাড়ীর ফুল বাগানের কুঠরিতে। চারদিকে ফুলের গন্ধে মৌ মৌ অবস্থা কিন্তু মুচির তা ভাল লাগছে না, তার ঘুম আসছে না, দমবন্ধ দমবন্ধ লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

অনেক রাতে, সে বিছানা থেকে উঠে চামড়ার জুতার খোঁজে বের হয়ে গেল ঘর থেকে। অনেক খোঁজাখুঁজি করে সে একটা কাঁচা চামড়ার জুতা নিয়ে এসে, তা নাকের কাছে রেখে- দিলো এক সুখের ঘুম!



এই গল্পের মাজেজা হলো-যে যেটাতে অভ্যস্ত তার কাছে সেটাই ভাল। তাকে ভাল কিছু দিলেও সেটা তার কাছে ভাল লাগেনা, সহজে মেনে নিতে চায় না!



ট্র্যাফিক জ্যামে ভুগে ভুগে “জ্যাম” আমাদের DNA-তে ঢুঁকে গেছে একদম। আর সেটা সেখানে এমনভাবে বসে গেছে যে, সেখানেও জ্যাম লাগিয়ে ফেলেছে। আর তাইতো, ওটা ছাড়া আর আমাদের ভাল লাগেনা। নিজেকে একা একা মনে হয়! বিরক্ত লাগে!



-এই হলাম আমরা বাঙ্গালী! ভাল কিছুই পছন্দ হয় না!



ফ্লাইওভারে গাড়ী জোড়ে চলে কেন, সরকার জবাব দাও!



১৭/১০/২০১৩, রাতঃ ০৮.০৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.