নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

অক্টোবরের উত্তেজনা ও আমার দিনলিপিঃ

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

আজ শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩, খুব ভোর থেকেই প্রিয়জনরা ফোন দিতে শুরু করেছে, ঢাকা’র খবর কি জানতে। গত কয়দিন ধরেই তারা উৎকণ্ঠিত। উত্তরে সবাইকে বললাম, ভাল! কোন সমস্যা নেই, সবকিছু তো ঠিকই আছে বলে মনে হচ্ছে। ঢাকায় বি,জি,বি নেমেছে, বিএনপি তথা ১৮ দলীয় জোট সোহরাওয়ার্দী উদ্যানে, আজকের মিটিং করার ডিএমপি’র অনুমতি পেয়েছে, তারা সেখানেই আজ মিটিং করবে। নয়াপল্টনের মিটিং-এর দাবী থেকে তারা সরে এসেছে। এটা গত মধ্যরাতের খবর, আর তাছাড়া সেই ভোর থেকেই ঝম ঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কথায় যেন সবাই একটু আশ্বস্ত হচ্ছে বলে মনে হচ্ছে।



বাইরে বৃষ্টির শব্দ পাচ্ছি, ছুটির দিনে বৃষ্টি! আহ! কি মজা! বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। তারপরেও একবার উঠে জানালার পর্দা উঠিয়ে দেখালাম বাইরের বৃষ্টি ভেজা প্রকৃতি, আমার বাসা কিছুটা উঁচুতে হওয়ায় মনে হচ্ছে গাছগুলো ঝরনায় মাথা মেলে দিয়ে নীরবে স্নান করছে। অপূর্ব লাগছে! অপূর্ব! মনে মনে বললাম, বৃষ্টি চলুক আরও কিছুক্ষণ, আগুনে জল পড়ুক! আর গাছগুলো নির্ভাবনায় স্নান করুক!



কয়দিন আগে বাসায় মা এসেছে, তাই বাসার পরিবেশই এখন অন্যরকম, সবকিছুই শান্তিময়! খাবার থেকে শুরু করে সবকিছুতেই একটা শান্তি শান্তি ভাব বিরাজ করছে এখন আমার বাসায়। আমার বউ বাচ্চাও ভীষণ খুশি। আহ! মা’র হাতের রান্না কতদিন খাই না! লবণ ছাড়া- কাঁচা পেঁপে সিদ্ধও অমৃতর মত লাগে! মা বলে কথা! ভোর থেকেই- মা ফেনাভাত রান্নার আয়োজন করছে। যদিও এটা শীতের দিনের একটা গ্রাম্য খাবার কিন্তু তা আমি সব সময়ই খেতে পারি এবং ভীষণ পছন্দের- এটা মা জানে। আমি ঘুরে ঘুরে ঢেঁকি ছাঁটা লাল চাল বেশী দামে কিনে এনে বাসায় রাখি আর অপেক্ষায় থাকি কোন এক ছুটির দিনে খাব বলে। তবে এবারের স্বপ্ন থেকে কেনা ৬০ টাকা কেজি দরের চালটা দেখে মা’র পছন্দ হলো না। বলল, এই চাল ভাল না! স্বাদ কম, আসল ফেনাভাতের চাল না এটা। মনে মনে বললাম, তাতে কি তুমি রান্না করলেই স্বাদ হবে।



এখন দুপুর ১.৩০ মিনিট, বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। টিভিতে, অনলাইনের নিউজ পোর্টালগুলোতে সারা দেশের খবর আসছে, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী আগেই ঘোষণা দিয়েছেন আজ থেকে বর্তমান সরকার অবৈধ। যদি তাই হয়, তাহলে তো প্যাঁচ আরও বেড়ে গেল এবং সাথে সাথে ওনার পদটাও তো অবৈধ হয়ে গেলে! আর নির্বাচন, সামনের দিনগুলোতে সরকারী কার্যক্রমও তো অবৈধ হয়ে যাবে! ক্যামনে কি? অবৈধ বাবা-মা’র সন্তানও তো অবৈধ! না কি এর কোন ভিন্নরূপ আছে?



এদিকে আন্দোলনের তোড়জোড়, আলোচনার চিঠি চালাচালি, ক্যামেরার সামনে দুই জোটের সম্পাদকদের হাসিমুখে ফোনালাপ, মাননীয় প্রধানমন্ত্রী- মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে ফোন করবে- এইরকম খবর চাউর মিডিয়া জুড়ে। অন্যদিকে আমেরিকার রাষ্ট্রদূত এখন দিল্লিতে। ঘটনা কি? আমরা মাঠে ময়দানে যা দেখছি, অনলাইনে অফলাইনে যা শুনছি- তা কি ঠিক? নাকি খবরের ভিতরে খবর আছে?



দেখা যাক কি হয় !!!



ইলিশ রান্নার গন্ধ আসছে এবং দুপুরের খাওয়ার ডাক পড়েছে, এখন যাই !!!



২৫/১০/২০১৩, দুপুরঃ ১.৫০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.