নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

আমরা উভয়েই বাটাম খেতে খুব পছন্দ করি !!!

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

১)

ছোটবেলায় আমার জ্যাঠামশাইয়ের কাছে একটা গল্প প্রায়ই শুনতাম ...

গল্পটা হলো এমন ..



একটা বানর প্রতিদিন কাঠুরিয়ারাদের কাঠ চেরাই করার মাচায় এসে লাফালাফি ফালাফালি করে, আর এটা টানে ওটা টানে ...



কাঠুরিয়ারা ওর বাঁদরামি দেখে ধাওয়া দিলে, ও ভেংচি কেটে পালিয়ে যায় ...



পরদিন আবার আসে।



বানরটি এমন করে ভালই মজা নিচ্ছিলো আর ভ্যাংচাচ্ছিল ...



কাঠুরেরা কাঠ চেরাই করার সুবিধার্থে- চেরাই করা কাঠটা ফাঁক করতে আর একটা ছোটকাঠ কাটাঅংশ দিয়ে গজি হিসেবে ঢুকিয়ে দিত; যাতে দুই পাশের কাঠ একটু সরে যায় এবং করাত উপর নীচ করে সহজেই কাঠ কাটা যায়।



তো, বানর বাবাজী প্রতিদিন দুষ্টামি করে আর ঐ গজী ধরে টানাটানি করে। একদিন টানতে টানতে হটাৎ করে গজীটা ছুটে যায় দুই কাঠের ফাঁক থেকে।



গজী ছুটে যাওয়া দেখে বানর বাবাজী খুশি হয়ে যেই লাফ দিতে যাবে, অমনি দেখে তার লেজখানা কাঠের চিপায় আটকা। আনন্দে লাফালাফি করতে করতে কখন যে লেজখানা দুই কাঠের ফাঁক গলে নিচে চলে গেছে তা ওনার খেয়াল ছিল না। হবে কিভাবে? উনি তো এতক্ষণ মনের আনন্দে কাঠের উপর বসে বসে বাঁদরামি করছিল আর গজী টানছিল।



কিন্তু এবার যাবে কই বাবাজী?



ল্যাঞ্জা তো আটকা !!!



ঐ দ্যাখো কাঠুরিয়ারা বাটাম নিয়ে দৌড়ে আসছে ...



২)

আমরা সর্বদা পক্ষ প্রিয় আমজনতা, কখনো এই দলের পক্ষে হাততালি দেই আর লাফাই, কখনো ওই দলের পক্ষে হাততালি দেই আর ফালাই। কখনো আবার নিজেরাই দুই দলে ভাগ হয়ে হাতাহাতি, লাথ্যালাত্থি, পেটাপেটি করি। তা হোক না কেন সেটা খেলারদল আবহানী-মোহামেডান, বহুদূরের দেশ ব্রাজিল–আর্জেন্টিনা বা রাজনীতির দল আওয়ামীলীগ–বিএনপি। সব বিষয়েই আমাদের চরিত্র একই- খালি লাফালাফি, ফালাফালি আর পেটাপেটি।



কেউ লগী-বৈঠা নিলে আমরা হাততালি দেই, আবার কেউ দা-কুড়াল নিলে তাতেও মারি হাততালি। কোন পক্ষেই তালির কমতি নেই। সমানে সমান!



কেউ এতে না করলে তাকে দেখাই মুখ ভেংচি ..



কাঠুরিয়ারা কাঠ কাটা রেখে একটু জিরাতে গেছে। আর আমরা এই ফাঁকে গজীরুপী গণতন্ত্র নিয়ে টানাটানি করতে করতে কখন যে সেটা কাঠ থেকে খুলে ফেলেছি তা কেউই খেয়াল করিনি এতদিন। আমরা মশগুল ছিলাম এবং এখনো আছি আমাদের প্রিয় দল নিয়ে, জোট নিয়ে আর নেতা–নেত্রীদের সুখদুঃখ, হাসকান্না নিয়ে।



এদিকে ল্যাঞ্জা যে দুই জোটের চিপায় আটকে গেছে তা কিন্তু খেয়াল করছি না কেউই।



খেয়াল করবো তখন, যখন দেখবো কাঠুরিয়ারা বাটাম নিয়ে দৌড়ে আসছে ...

৩)

এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা উভয়েই বাটাম খেতে খুব পছন্দ করি !!!



২৬/১০/২০১৩, রাতঃ ১১.৫৫

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

খেয়া ঘাট বলেছেন: এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা উভয়েই বাটাম খেতে খুব পছন্দ করি !!!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: থ্যাঙ্কু !!!

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬

মশিকুর বলেছেন:
সত্য কথা কইছেন।

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: এই আর কি !!!
ধন্যবাদ!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮

চারশবিশ বলেছেন: আশায় আছি
এইরকম বাটাম খেতে খেতে কবে বদহজম হবে

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯

সুকান্ত কুমার সাহা বলেছেন: বদহজম হবে ???
ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.