![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার বাড়িভাড়া বৃদ্ধির মৌসুম চলে এসেছে। গত কিছুদিন ধরেই বাড়ীওয়ালার আচার, আচরণ, ব্যবহারে আমরা বুঝতে পাড়ছিলাম বাসা ভাড়া বাড়বে। কিন্তু বাড়ী মালিক মুখ ফুটে কিছু বলছিলেন না; কিন্তু আমরা বুঝতে পারছিলাম বাড়িভাড়া বৃদ্ধির নোটিশ ইজ কামিং। অবশেষে নভেম্বর মাসের ৪ তারিখের সকালে ভাড়া রসিদের সাথে সেটা এলো।
না! খুব বেশী ভাড়া এবার বাড়েনি, মাত্র ১৭% এবং সেটা ২০১৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে কার্যকরী। গত বছরও একই সময় বেড়েছিল মাত্র ২১%! এই ‘মাত্র’ কথাটা কিন্তু আমার না? এটা বাড়ি মালিকের বক্তব্য। এই শব্দটা যখন আমাদের সামনে পেশ করা হবে; তখন আমাদের তা হাসিমুখে স্বীকার করতে হবে, “হ্যাঁ ভাই, আপনার কথাই ঠিক- জিনিষপত্রের দাম যা বেড়েছে”! কথার ফাঁকে ভাড়াটিয়াদের মধ্যে বেয়ারা কোন ভাড়াটিয়া যদি মুখ ফসকে বলে ফেলেন, ভাই এটা খুব বেশী হয়ে গেল না? তাহলে সাথে সাথে বেয়াদবের জন্য ফরমান জারি হবে, না পোষালে অন্য বাসা দেখেন! আমি টু-লেট টাঙ্গাইলাম। এটা শুনে আর কি বলা যায়? কোনমতে ‘কোঁত হাঁসি’ মুখে ফুটিয়ে তুলে মাথা নিচু করে দরবার থেকে চলে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে নিষ্ফল ফালাফালি ছাড়া!
তাই বলছি- ভাই তাড়াতাড়ি রেডি হন বাড়িভাড়া বৃদ্ধির মৌসুম চলে এসেছে।
মূল ব্লগ এখানে ...
৭/১১/২০১৩, রাতঃ ১০.৩০
০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: কিন্তু মাপ পায়নি ??? তাই না ??
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
খাজুইরা আলাপ বলেছেন: আমার কলিগকে তার বাড়ীওয়ালা ডেকে জিজ্ঞেস করল এভাবেঃ
বাবা বছরতো প্রায় শেষ হয়ে গেল তা তোমাদের বেতন-টেতন কি বাড়ে নাই ? বাজারের যা অবস্থা!! ভাইয়ের উত্তরটা ছিল এরকম, আঙ্কেল বছরের শুরুতে তো একা ছিলাম আর এখনো একাই আছি বেতন ভাড়লে কি আর একা থাকতাম...
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আরিফ আরাফাত রুশো বলেছেন: তা আপনি কি বলবেন ৫০ লাখ টাকার একটি ফ্লাটের ভাড়া কতহয়া উচিত???যেখানে ব্যাঙ্কে ৫০ লাখে মাসে প্রায় ১ লাখ ইন্টারেস্ট আসে?
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
খাজুইরা আলাপ বলেছেন: আমার কলিগকে তার বাড়ীওয়ালা ডেকে জিজ্ঞেস এভাবেঃ
বাবা বছরতো প্রায় শেষ হয়ে গেল তা তোমাদের বেতন-টেতন কি বাড়ে নাই ? বাজারের যা অবস্থা!! ভাইয়ের উত্তরটা ছিল এরকম, আঙ্কেল বছরের শুরুতে তো একা ছিলাম আর এখনো একাই আছি বেতন ভাড়লে কি আর একা থাকতাম...