নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

আমাদের মন্দের ভাল বেছে নিতে হবে

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই কারণে ধন্যবাদ দেব যে, চক্ষু লজ্জা হোক বা লোক দেখানোর উপলক্ষ্যে হোক- উনি অন্তত আগুনে পুড়ে যাওয়া মানুষদের হাসপাতালে দেখতে গেছেন, কিছুটা সাহায্য সহযোগিতা করেছেন। হোক না সেটা প্রয়োজনের তুলনায় অল্প। শুধু তাই নয় তিনি পুড়ে যাওয়া মানুষের ক্ষোভ, দুঃখের কথা শুনেছেন, শুনেছেন মানুষের কড়া কথা মুখের উপরে,শান্তভাবে।



অন্যদিকে, আমাদের, মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, সেই যে তার বিলাস বহুল বাড়ীতে বহাল তবীয়তে সুখে দিন গুজরান করছেন, তিনি তো একবারের জন্যও একটা পুড়ে যাওয়া মানুষের জন্য দুঃখ প্রকাশ করলেন না বা দেখতে গেলেন না বা কাঁদলেন না প্রকাশ্যে- যেটা তিনি করেছিলেন তখন, যখন তার সন্তানদের ১/১১ তে সেনারা অপরাধের অভিযোগে ধরে নিয়ে যায়। তাকে কখনো মানুষের সমালোচনা শুনতে দেখি নাই প্রকাশ্যে, এমনকি সাংবাদিক সম্মেলনেও তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিকদের না করে দেওয়া হয়, যেন তারা কোন প্রশ্ন না করেন।



এখানেই শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার পার্থক্য।



আমাদের মন্দের ভাল বেছে নিতে হবে।



বিকল্প তো কিছু নেই আপাতত !!!



০২/১২/২০১৩

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: Click This Link

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

পাঠক১৯৭১ বলেছেন: কেন এতদিন পরে?

যারা মানুষ পোড়াচ্ছে কেন একজনেরও বিচার হলো না এতদিনে, কেন একজনকেও সনাক্ত করা সম্ভব হলো না?

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সুকান্ত কুমার সাহা বলেছেন: আজকে প্রথম আলোতে গাড়ী পোড়ানোর অভিযোগে একজনের ধরা পড়ার ছবি প্রকাশ হয়েছে, পাশাপাশি সেই ছেলেটা যেভাবে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছিলো তারও ছবি প্রকাশ করা হয়েছে।

তারপরেও কিছু মানুষ সেটা নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে !!!

এবার বলুন পুলিশ কিভাবে কাজ করবে ???

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,

কে কি ব্যাখ্যা দিবে সে ব্যক্তিগত, দ্রুত আইনে বিচার দরকার। সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: আপনার সাথে একমত। আমি বাংলাদেশে সুস্থভাবে জীবিকা নির্বাহ করতে চাই। আর সরকারের কাছে নিরাপত্তা চাই !!!

ধন্যবাদ !!!

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

পাঠক১৯৭১ বলেছেন: পৃথিবীটে মন্দের ভালো বাচার কোন কারণ থাকটে পারে না; এগুলো বাজে ভাবনা

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: ঠিক আছে !!!
বিকল্প কি আছে, বলবেন কি?

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

ইনফা_অল বলেছেন: সাংবাদিক সম্মেলনেও তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

ha ha ha...

বক্তব্য দিচ্ছেন লিখিত ছাড়া...।

এমন বাতাস আসবে , চুলই থাকবে না...
http://www.youtube.com/watch?v=DHKNsXFMVrk

http://www.youtube.com/watch?v=QvPpA2baOyg


http://www.youtube.com/watch?v=DIE2qV8PjIw

Khaleda Zia London Meeting
http://www.youtube.com/watch?v=EfZHLjtkTak

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: তাই ???
Click This Link

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

ইনফা_অল বলেছেন: বিরোধীদলীয় নেতা এসব হামলার নিন্দা জানিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসন।


Click This Link

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: কিন্তু সেটা হয়েছে এটা প্রকাশ হওয়ার পর !!!
যাক লেট বেটার দ্যান নেভার ! ওনার সুমতি হোক !!!

আর এই লিঙ্ক পড়ুন ----- সাভারে ১০ জন আহত, আবার বাসে হামলা >>>
Click This Link

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯

তিক্তভাষী বলেছেন: আওয়ামীদের বিকল্প কিছু দেখছেন না আপনি। বেশ। কিন্তু একগুয়েমী করেও তো আওয়ামীদের শেষরক্ষা হলো না।
স্বাধীনতার পর এবারই সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। ৪০টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র ১৪টি দল আছে সেখানে। যেগুলোর প্রায় সবাই আগে থেকেই মহাজটে ছিলো। নির্বাচন কমিশন বিএনএফ গঠনে সহায়তা দিলেও একটা লোকও ভাগাতে পারেনি তারা। একতরফা আওয়ামী নির্বাচন ইতোমধ্যেই বংশবদ কমিশনসহ মুখ থুবড়ে পড়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: আমি এই নির্বাচনকে যেমন সমর্থন করি না তেমনি গণতান্ত্রিক আন্দোলনকে ব্যবহার করে মানুষ হত্যা করার এই উৎসবকে ঘৃণা করি।

আপনি একটা বিকল্প দেখান যাকে আমি / আমরা মন খুলে ভোট দিয়ে আমাদের শাসন ক্ষমতা তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবো?

একগুয়েমী করলে কারও শেষ রক্ষা হয়না, এটা বহুবার প্রমানিত এই বাংলায়! আবারো হবে !!!

বি এন পি কি ধোঁয়া তুলসি পাতা? ১/১১ কেন এসেছিল? কার জন্য এসেছিল?

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: ক্ষমতার লোভ হাসিনা-খালেদা-এরশাদ সবারই সমান ...এই ক্ষেত্রে কেউ কারো থেকে একচুলও ভালো না...বরং প্রতিবারই ক্ষমতায় যেয়ে সবারই প্রথম টার্গেট থাকে কিভাবে সামনের টার্মগুলোতে ক্ষমতায় যাওয়া এবং এইবারের সকল অপকর্মের একটা বিহিত করা যায়। এরশাদ থেকে শুরু করে আজকের শেখ হাসিনা পর্যন্ত প্রত্যেকেই প্রতিবারই নতুন নতুন উপায়ে ক্ষমতা নিজের কাছে রাখার চেষ্টা করছে। "কম খারাপ কে করবে" এই ব্যাপারটাই নিজেদেরকে খারাপ থাকার জন্য যথেষ্ট.. কেউ কম খারাপ করেনি, করছে না, করবে না ... সব একই রসূনের গোড়া এক জায়গাতে... একজনের কাছে মনে হয় বিএনপি কম খারাপ, আরেকজনের কাছে মনে হয় আ্ওয়ামীলিগ কম খারাপ, আবার কিছু মানুষের কাছে এরশাদকে মনে হয় কম খারাপ ... তাই কম খারাপ ধরে ভোট দিলে সেই একই ভোট সবাই পাবে .. "না" ভোট ব্যাপারটি খুব দরকার আমাদের .. এতে অন্তত আমাদের পরিপূর্ণ মত প্রকাশের একটা রাস্তা থাকে..

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!

আপনার কাছে কয়েকটা প্রশ্নঃ
১) আমাদের হাতে বিকল্প কি আছে? থাকলে তারা কারা?
২) আমরা কি বিকল্পকে স্বাগত জানাই, তাদের ভোট দেই?
৩) ১/১১ কিছুদিন পর কেন আমরা একজোট হয়ে দুই নেত্রীর মুক্তি চাইলাম? তাদের জেল থেকে বের করতে উঠে পড়ে লেগে গেলাম?
৪) কেন আমরা সেই সেনা/ অনিরবাচিত/ভাল/সুশীল মানুষের (আপাত দৃষ্টিতে) শাসন মেনে নিলাম না?
৫) চোখ বুজে ১০ জন নেতার নাম বলুন, যাদের উপর আপনি-আমি-আমরা ভরসা করতে পারি?
৬) না ভোট তো একটা প্রতিবাদ কিন্তু তা দিয়ে তো সরকার গঠন করা যাবে না বা ফেলে দেওয়া যাবে না, আর সেটাও তো আমাদের দেওয়ার অধিকার নেই আপাতত? যদিও আমি মনে প্রানে "না" ভোট দেওয়ার আধিকার চাই। কিন্তু সেটা আমাদের দেবে কে?

তাই সব কিছু বিষয় চিন্তা করেই আমি বলেছি আমাদের মন্দের ভাল বেছে নিতে হবে! আর কেন বলেছি? সেটা পোষ্টে উল্লেখ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.