নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের অভিযাত্রাঃ লন্ডন আর মালয়েশিয়া নেতারা কি আসবে?

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

সামনের ২৯ ডিসেম্বরে তো সারাদেশ থেকে দলীয় নেতাকর্মীরা ঢাকাতে আসছে 'গণতন্ত্রের অভিযাত্রা' কর্মসূচীতে যোগদানের জন্য। নেতৃত্বের ডাকে সারা দিয়ে দেশের আনাচে কানাচে থেকে নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছে চেষ্টা করছে ঢাকায় ছুটে আসতে।

আচ্ছা! লন্ডন আর মালয়েশিয়া থেকে নেতারা আসলে কি কর্মসূচিটা আরও বেশী সফল হত না? ওখান থেকে আসা তো আরও সহজ? ডাইরেক্ট ফ্লাইট!

তাই এতে সরকারী অবরোধের বাস্তবায়ন করার কোন চান্সই নেই!



তাই আপনাদের বলছি- হে আমাদের আগামী দিনের নেতৃত্ব:



গণতন্ত্রের অভিযাত্রা যোগদানের লক্ষ্যে বিদেশের আয়েশি জীবন ছেড়ে কয়টা দিনের জন্য চলে আসুন এই রক্তাক্ত বাংলাদেশে, পদার্পণ করুণ রাজধানী ঢাকায়, যোগ দিন আগত নেতা কর্মীদের সাথে এই অভিযাত্রায়।

আর সেটা যদি করতে না পারেন বা করতে না চান, তাহলে অনুরোধ করবো, আপনাদের অনুগত সমর্থকদের জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় আসতে না বলুন।



কারণ তাদেরও একটা সুন্দর পরিবার আছে, আছে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান।



আর আমরা যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, পরিবার পরিজন নিয়ে এই বাংলাদেশ বসবাস করছি, রুটিরুজি নিয়ে চিন্তার মধ্যে আছি-আমাদের এথেকে মুক্তি দিন।



প্লিজ !!!



২৭/১২/২০১৩, রাতঃ ৮.০০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.