![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের লোভ এত বেড়ে গেছে যে, তারা এতদিন যাদের সুখের জন্য দুর্নীতি করত; এখন তাদেরই অসুস্থ বানিয়ে মৃত্যু কামনা করতেও তারা দ্বিধা করছে না!
বাংলাদেশের ৭টি সরকারী সংস্থা বলেছে, তারা ফলমূলের সংগৃহীত নমুনা পরীক্ষা করে তাতে ক্ষতিকর মাত্রায় ফরমালিন পায়নি, এই ৭ টি সংস্থার মধ্যে BSTI ও আছে!
--- আমি এই ৭টি সরকারী সংস্থা ও এই টেস্ট কর্মের সাথে জড়িত সরকারী কর্মচারীদের ‘ফরমালিন’ টেস্ট দাবী করছি। কারণ আমার ধারণা এরাও ফরমালিন মিশ্রিত!
পাশাপাশি দাবী জানাই, সরকার যে পুলিশি অভিযান এই ফরমালিন মিশ্রিত ফল ও তার বিক্রেতা/ব্যবসায়ীদের উপর চালাচ্ছে- তা যেন এই টেস্ট রিপোর্টের ছুতা দেখিয়ে বন্ধ করা না হয় এবং ফল ব্যবসায়ীদের চাপের কাছে তারা যেন মাথা নত না করে।
মনে রাখবেন, এই ফরমালিন বিষ মিশ্রিত ফল, মাছ, দুধ, সবজী খেয়ে শুধু আমজনতা ও তাদের সন্তান সন্ততিরাই জটিল রোগে ভুগে মারা যাবে না, আপনারা তথা রাজনৈতিক নেতৃত্ব ও তাদের সহকারীবৃন্দ, সরকারী কর্মচারী, সেনা-পুলিশ বাহিনীর সকল সদস্য ও তাদের প্রাণপ্রিয় সন্তান সন্ততিরাও জটিল রোগে ভুগে মারা যাবে। ফরমালিন কিন্তু আপনাদের পেটে ঢুঁকে ভিন্ন চরিত্র দেখাবে না? সে তার নিজ কাজটাই করবে কারণ সে তো আর আপনাদের, আমাদের মত ফরমালিন মিশ্রিত চরিত্রের না! সে যে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি! এর মূল কাজ একটাই- কিডনি, লিভার ধ্বংস করা, চোখ অন্ধ করে দেওয়া।
আরো মনে রাখবেন, এটা আমজনতার চেয়ে আপনাদের পেটেই বেশী ঢোকে কারণ উপরি হিসেবে শুধু আপনারা টাকাটাই খান না, বাজারের ভাল ফলটা, মাছটাও আপনারই খান।
অতএব সাবধান! নিজের স্বার্থে দেশের কাজে লাগুন !!!
২৫/০৬/২০১৪, ১২.১০
২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:১৭
সুকান্ত কুমার সাহা বলেছেন: খুশ !!!
২| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২৩
শেরজা তপন বলেছেন:
২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:৩১
সুকান্ত কুমার সাহা বলেছেন: কি ???
৩| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২৪
ঢাকাবাসী বলেছেন: ুনিয়াতে সবচাইতে করাপটেড দেশের এইসব অপিস যে ১০০% করাপটেড তাতে কোন সন্দেহ? এরা ভাল মাল খেয়েছে ফল ব্যাবসায়ীদের কাছ থেকে তারপর একটা কথা বলে দিল ' ফরমালিন নাই' ব্যাস! এখন আপনি আমি যতই চিল্লাইনা কেন কি হবে?
২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:৩০
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ! তবুও চিল্লাবো !!!
৪| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৩
জেকলেট বলেছেন: What About "Prothom-Alo" Slogan:- "যা কিছু ভালো তার সাথে পরথম আলু"
২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৫১
সুকান্ত কুমার সাহা বলেছেন: আসুন ফরমালিনকে 'না' বলি !!!
৫| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৫
বাঁশ বৃক্ষ বলেছেন: ভাল লিখেসেন।
২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৫০
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২১
আহসানের ব্লগ বলেছেন: আচ্ছা