![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসায় একা, মনটা শুধুই কি খাই? কি খাই? করছে। মোয়া নাড়ু সেই সকালেই খতম। নিচে নেমে রেস্টুরেন্টেও যেতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে। আবার সেগুলো খোলা নাও পাওয়া যেতে পারে। গতরাতে পুড়ো এলাকা সার্চ করেও কোন রেস্টুরেন্ট খোলা পাইনি। শেষে রাগ করে শুধু এক বোতল ফান্টা মেরে বাসায় ফিরেছিলাম।
কিন্তু ক্ষুধার নেশা একবার পেলে যা হয়, আমারও তাই হলো সেই মধ্যরাতে ক্ষুধার ঠেলায় ফ্রিজে থাকা পেঁপে-কাচা কলার শেষ স্টক টুকু সিদ্ধ দিয়ে ভাত রান্না করে খেতে হয়েছিল, তবে ঘরে ডিম-ঘি মজুত থাকায় স্বাদ হয়েছিল দারুণ! অথচ সন্ধ্যায় বকুলকে একটু জোড়ে টাইট দিলেই স্টারে ফ্রি মাটন ভুনা আর লেগ রোস্ট খাওয়া যেত। শুয়ে শুয়ে এই আফসোসেই রাত তিনটা পর্যন্ত কাটিয়ে দিয়েছিলাম, নির্ঘুম।
ভাবছি দুপুর বেলায় জিরা ভাত, ঘি দিয়ে মেরে দিলে কেমন হয়, সাথে যদি থাকে আণ্ডা !!!
১০/১০/২০১৪ দুপুর ১.০০ টা
©somewhere in net ltd.