![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনাব আরাফাত রহমান কোকো’র মৃত্যুতে আমি এক অতি সাধারণ মানুষ; ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি, পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাচ্ছি।
আমার ‘বড় দাদা’ মারা যাওয়ার পর আমি দেখেছি পুত্রহারা বাবা-মায়ের হাহাকার ও কান্না! তাই পুত্রহারা মায়ের শোক-কস্টটা আমি হৃদয় থেকে বুঝি!
পাশাপাশি আমি আশা করবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন এই মৃত্যুতে বেগম জিয়ার প্রতি সমবেদনা জানান। পাশে দাঁড়ান!
মানুষে মানুষে মতপার্থক্য থাকবেই, থাকবে দ্বন্দ্ব কিন্তু সব কিছুকে দূরে ঠেলে শোকাগ্রস্থ মানুষ ও তার পরিবারের পাশে দাঁড়ানোটাই মানব ধর্ম!
২৪/০১/২০১৫ সন্ধ্যা ৬.৫১
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার শুভ সুন্দর বোধের প্রতি শ্রদ্ধা।
মানুষে মানুষে মতপার্থক্য থাকবেই, থাকবে দ্বন্দ্ব কিন্তু সব কিছুকে দূরে ঠেলে শোকাগ্রস্থ মানুষ ও তার পরিবারের পাশে দাঁড়ানোটাই মানব ধর্ম!
+++++
খালেদাকে সমবেদনা জানাতে যাচ্ছেন হাসিনা : এইরকমসহমর্মিতায় ভরে উঠুক বাংলার রাজনীতির অঙ্গন..