![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে পেট্রোলের আগুনে পোড়া, তারপর চাকার নিচে ছিন্নভিন্ন দেহ; তারপর শুধুই রাস্তায় পরে থেকে পুড়ে পুড়ে কয়লা আর কয়লা হয়ে যাওয়া! মানব দেহ আজ জীবন্ত কাবাব; তারপর থ্যাথলা; তারপর কয়লা! খেটে খাওয়া নিরীহ গরিব মানুষগুলোর কেন এই নির্মম পরিণতি? কেন তারা হবে মানুষের লোভের বলি? কেন হবে তারা কারো ক্ষমতায় যাওয়ার ভিত্তি; ক্যাশ ডিপোজিট?
ক্ষমতা, কেন তুমি মানুষকে এমন লোভী বানাও? কি আছে তোমার ভিতরে যে মানুষ রাক্ষসে পরিণত হয়?
কিছুই লিখতে ইচ্ছে করে না; ভাল লাগে না আর!
মাঝে মাঝে দীর্ঘশ্বাসের সাথে বলে উঠি, ভগবান তুমি কোথায়?
০৫/০২/২০১৫ রাতঃ ১১.৩২
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫
সুকান্ত কুমার সাহা বলেছেন: সবখানেই আছে!
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩
নিলু বলেছেন: ভগমান খেলা দেখছে , ক্ষমতা বড় শ্বাদের যে , আর আমরা যে শুধু ক্ষমতা দিতে চাই , তাই ক্ষমতার আগ্রহীরাই বা কি করবে ,
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭
সুকান্ত কুমার সাহা বলেছেন: আমরাও আছি ----- দেখি না কি হয়?
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬
ঢাকাবাসী বলেছেন: যে জাতি যেরকম তারা সেরকম নেতাই পায়! আমরা লোভী হিংসুক পরশ্রীকাতর অশিক্ষিত অলস অকর্মন্য ......
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
সুকান্ত কুমার সাহা বলেছেন: সহমত ! ধন্যবাদ !!!
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
আমি সৈকত বলছি বলেছেন: ক্ষমতার অপব্যাবহার কারীদের এই ক্ষমতার আসনে আমরাই বসিয়েছি।
দোষটা আমাদেরই উপরওয়ালার নয়।
ওদের ক্ষমতা দেওয়ার সময় কি উপরওয়ালাকে জিজ্ঞেস করেছিলেন???
তবে এখন কেন উপরওয়ালাকে খুজেন??
তবে হ্যাঁ উনার বিচারের সময় হলে উনি ঠিকই তার বিচার করবেন,
উনার বিচার প্রক্রিয়া ধীর শয়তানের বিচার প্রক্রিয়া তৎক্ষনাত।
তাই ন্যায় বিচারের অপেক্ষায়........
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭
সুকান্ত কুমার সাহা বলেছেন: ডাকি এই কারণে - বিশ্বাস করি, তিনি অবশ্যই অন্যায়কারীদের বিনাশ করবেন! ধন্যবাদ !!!
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
হাম্বাখোর বলেছেন: সুন্দর পোস্ট
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
ছন্দ্বহীন বলেছেন: কিছুই লিখতে ইচ্ছে করে না; ভাল লাগে না আর!
লিখেও লাভ নেই বোধ করি কিছু!
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
ভগবানকে বানায়েছে সময়ের বুদ্ধমান মানুষরা; বুদ্ধমান মানুষ এখন ইউরোপ ও আমেরিকায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
ভগবান ইউরোপ, আমেরিকায়।