নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ব্লগে অন্যান্য অনেকের মত সুন্দর কিছু বা ভালো কিছু হয়তো লিখতে পারবোনা । কারন, আমি লেখালেখি করিনা । বা কোন সময় ই এটা আমার অভ্যাসে ছিলোনা । তবে মাঝে মাঝে আমার কিছু কথা বা মতামত,কোন কিছু নিয়ে লেখা,বা কাল্পনিক কিছু লেখা লিখবো।ইচ্ছে হলে পড়ে দেখবেন।

সুমি৭১৫৭

আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।

সুমি৭১৫৭ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব এবং ভালোবাসা(প্রেম) এর ডেফিনেশন

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮

বন্ধুত্ব এবং ভালোবাসা এ যেন একটি পয়সার এপিঠ ওপিঠ । দুটি সম্পর্ক একই সুতোয় । হয়তো শব্দ দুটি ভিন্ন , কিন্তু সম্পর্কের দায়িত্ব গুলো প্রায় একই ।
তারপর ও রয়েছে দুটি সম্পর্কের ভিন্নতা এবং পার্থক্য । কার কাছে কোন সম্পর্ক টি বেস্ট মনে হয় জানিনা । তবে আমার কাছে বন্ধুত্ব ই বেস্ট মনে হয় । কারন , বন্ধুত্ব মচকায় কিন্তু সহজে ভাংগেনা । কিন্তু ভালোবাসাটা মচকায় কম , এটা ভেঙ্গে যায় বেশীর ভাগ ক্ষেত্রেই ।
আসুন দেখি দুটি সম্পর্কের ডেফিনেশন (আমার চিন্তানুযায়ী) -

বন্ধুত্বঃ বন্ধুত্ব হলো সেই সম্পর্ক যেই সম্পর্কে নেই কোন নিয়ম নীতি ।করা লাগেনা কথা বলার সময় ভাবনা চিন্তা । আপনার যখন যা ইচ্ছা বন্ধুকে বলতে পারবেন । আপনার মনের সবগুলো কথা ভেঙ্গে ভেঙ্গে বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন আপনার লাইফের বা গোপন যত কথা ই থাকুক , সব শেয়ার করতে পারবেন আপনার বন্ধুর সাথে । সে বুঝবে আপনার মনের আনন্দ বা দুঃখ । কখনো সিরিয়াস কোন কথা নিয়েও মজা করবে আবার মজা করা শেষে দিবে আপনাকে শান্তনা । বন্ধুত্ব করা যায় সবার সাথেই , যেখানে থাকেনা কোন বয়সভেদ বা লিঙভেদাভেদ । আপনার যাকে ভালো লাগে তার সাথেই বন্ধুত্ব করতে পারেন । আপনি যেকোন সমস্যার সমাধান পাবেন আপনার বন্ধুটির কাছে । আপনার জীবনে যদি কয়েকজন বন্ধু থাকে তাহলেই আপনি অনেক সুখী । কারন , এই বন্ধুগুলোর কারনে আপনার মনটা কখনো খারাপ হওয়ার সুযোগ পায়না । সবসময় আড্ডা আর বিনোদন এর মাঝেই জীবন টা অনেক ভালো ভাবেই চলে যায় । আপনি ইচ্ছে করলে অনেকের সাথেই বন্ধুত্ব করতে পারবেন ।

ভালোবাসাঃ ভালোবাসা বা প্রেম হলো সেই সম্পর্ক যেই সম্পর্কে থাকে অনেক নিয়ম নীতি । কথা বলার সময় অনেক ভেবে কথা বলতে হয় । কথা বলার আগেই ভাবতে হয় এটা বললে আবার ও রাগ করবে না তো ! আপনার যখন যা ইচ্ছা তা শেয়ার করতে পারবেন না । কারন, সেই মানুষটি আপনার সব কথা সাধারণ ভাবে না ও নিতে পারে । মাঝে মাঝে দেখা যাবে আপনার অতি সাধারণ কথায় সেই মানুষটি রাগ করে পেলতে পারে । আপনি হয়তো মাঝে মাঝে তার কাছ থেকে শান্তনা পেতে পারেন । তবে অনেক সময় ঝাড়ি ও খাওয়া লাগতে পারে । এই সম্পর্ক টা হয় সাধারনত , দুটি ছেলে-মেয়ের মাঝে । দুজনের থাকে বয়সের পার্থক্য । বা অনেক সময় সমবয়সী কারো সাথেও হতে পারে । সম্পর্কটা গড়ে ওঠার পর থেকেই আপনার মনে বাসা বাঁধতে পারে তাকে হারানোর ভয় । এই সম্পর্ক টি একই সাথে অনেকের সাথে করা যায়না (যারা করে তারা প্রকৃতভাবে ভালোবাসেনা কাউকেই) । সেই মানুষটির কারনে অনেক সময় আপনার মন ভালো থাকতে পারে আবার অনেক সময় মন খুবই খারাপ থাকতে পারে ।(যার কারনে আত্মহত্যার মত মহাপাপ করতেও দ্বিধাবোধ হয়না) ।

তাই আমার কাছে সব মিলিয়ে বন্ধুত্ব সম্পর্কটা ই বেস্ট মনে হয় । উপরোক্ত কথা গুলো শুধুই আমার ভাবনা চিন্তা থেকে লেখা । অনেকের ই ভিন্ন ভাবনা-চিন্তা থাকতে পারে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রিক্তের রোদন বলেছেন: বন্ধুত্ব হচ্ছে দুই অথবা তার অধিক কিছু মানুষের মধ্যে একটি সম্পর্কবিশেষ যাদের একে অপরের প্রতি পারস্পরিক স্নেহ রয়েছে।

বন্ধুত্বের মান

বন্ধুত্বের যোগ্যতা যাচাইয়ে নিচের বিষয়গুলি আবশ্যকঃ

পারস্পরিক বিশ্বাস
একে অপরের সঙ্গ উপভোগ করা
সহানুভূতি থাকা
পারস্পরিক চিন্তাভাবনা ও মূল্যবোধের গুরুত্ব দেওয়া, কম্প্রোমাইজ করার ক্ষমতা থাকা, মানসিক সমর্থন দেওয়া
অন্যের ভাল কীভাবে হবে এই বাসনা থাকা
কঠিন সত্যের স্বীকার করে হলেও নিজের সততার প্রমাণ দেওয়া।
প্রয়োজনে সবার জন্য ইতিবাচক, গভীর কোন সিদ্ধান্তে পৌছাতে নিজেদের মধ্যে সমঝোতা করা
তুমি কি করতেছ এটা নিয়ে বন্ধুদের মধ্যে কোন সংশয় না থাকা।
একে অপরের সাথে ঝগড়া করলে বা মনে কষ্ট দিয়ে থাকলে, সহনোভুতির সাহয্যে তা মিটিয়ে ফেলা।

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সুমি৭১৫৭ বলেছেন: ধন্যবাদ মন্তব্য দেওয়ার জন্য । আপনি যেটা বলেছেন তা ও ঠিক । তবে আমার পোস্টে আমি দিয়েছি বন্ধুত্বের ডেফিনেশন । আপনি দিয়েছেন বন্ধুত্ব যাচাইয়ের বিষয় বা বন্ধুত্ব টিকিয়ে রাখার বিষয় । যা অতি গুরুত্বপূর্ণ । (ধন্যবাদ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.