নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালিখি, পড়তে ও ঘুরতে ভালো লাগে। ফেসবুকঃ facebook.com/SumanGeo

সুমন রহমান

সারাটা জীবন এক উন্মাদ অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে রাত কাটাই। অপূর্ব সকালে সে বেহেড মাতাল, আর পায়ে পায়ে কাঁপে তার দিকচক্রবাল; সে আকাশে মাথা দেয়, বিকেলের জঙ্গলে তার ছায়া পড়ে, নাড়ীর ভেতরে সে হাত দিয়ে বের করে আনে প্রমুখ কম্বল। আমি সে যে আমি আমি উত্তাল অন্তর্যামী।

সুমন রহমান › বিস্তারিত পোস্টঃ

মেহেদি হাসানের কবিতা-

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০১

(আমার ছোটোভাই মেহেদি হাসান, পড়ে ইন্টারমিডিয়েটে। ওর কবিতা দেখে আমি অবাক হয়ে যাই, ওর কবিতা আমার চাইতে বেশি সমৃদ্ধ। তেমনি একটি কবিতা "ক্যাকটাস")

"ক্যাকটাস"

মনের জমিনে কিসের যেন বীজ বপন করেছিলাম !

রাখিনি খেয়াল-এটাই সিম্পল।

কে অতসব ভাবে-ভাবনার রাজ্যে এরকম তুচ্ছ সব ভাবনাকে। কতশত জটিল কিছু যে আমাকে ভাবতে হয়।

ঘুমের মাঝে স্বপ্নে কিংবা বইয়ের মাঝে মগ্নে।

কই পাইনাতো খুব জটিল সমস্যাকে ।

সমস্যা পেলে সেসব সলভের স্যারও আছে!

অথচ ভাবিনি ভাবাভাবির জগতটা আসলেই বিশাল।

কখন কোন ভাবনাটা উঁকি দিবে, আবেগি করবে, চোখ দিয়ে পড়বে শৃঙ্খলহীন জল অথবা আনন্দাশ্রু।

আবার অশান্ত মনটা চাবে হারানো অশ্রুর পুনরুত্থান।

অহেতুক অযৌক্তিক ব্যাপারে যুক্তি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু যৌক্তিক ব্যাপারে মাথা ঘামাইনি।

অসংখ্য সুত্রের প্রতিপাদন পড়েছি, কিন্তু জীবনের মানে বিশ্লেষণ করে দেখিনি।

আমি চলছি আমার মত, বাস্তব জ্ঞ্যানহীন অনভিজ্ঞতায়, জানি চব্বিশ ঘন্টায় একদিন, ত্রিশ দিনে মাস।

বড় হচ্ছে খেয়াল রাখিনি শাখা প্রশাখাযুক্ত ক্যাকটাস।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

সত্যচারী বলেছেন: খুব সাধারন মনের কথাবার্তা, তবে লেখাটা কন্টিনিউ করে গেলে ভবিষ্যতে ও খুব ভালো লিখতে পারবে।
লিখতে লিখতেই লেখক হওয়া যায়।

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

নিরব বাংলাদেশী বলেছেন: কবিতা আর কোন চিত্রকরের আকা ছবি(একটা দাগ দিয়ে বুঝায় পৃথিবী সূর্যর চারদিকে ঘুরছে) আমি বুঝিনা। সহজে বুঝার উপায় কি?...http://www.somewhereinblog.net/blog/nirobbangladeshi/29794599

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

সুমন রহমান বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

সুমন রহমান বলেছেন: চিত্র জানিনা, তবে কবিতা বোঝার জিনিস না, না বোঝা জিনিসটাই কবিতা@নিরব বাংলাদেশী

৫| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০০

রিফাত হোসেন বলেছেন: কবিতা না গদ্য বুজলাম না :)

মাইন্ড খাইয়েন না, আমি কবিতা ভাল বুঝিও না অবশ্য । :)

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৫

সুমন রহমান বলেছেন: ইহা একটি গদ্য কবিতা, লেখক বলেছেন।
তবে গদ্যই হোক, আর কবিতাই হোক; ছন্দ সর্বত্র বিরাজমান।

৬| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

শুভ্র শৈশব বলেছেন: সত্যি ভাবনার যথেষ্ট পরিপুষ্টতা লেগে আছে কবিতায়। ধন্যবাদ কবিকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.