![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে... আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে একটু ফাগুন আগুন দিয়ে না জ্বেলোনা... সুন্দরী গো দোহাই দোহাই মান করো না
স্নিগ্ধ, তোমার হাসি
মুগ্ধ, হয়ে দেখি
তোমায় সারাবেলা,
ভরেনা ভরেনা মন ভরেনা
সরেনা সরেনা চোখ সরেনা
কী জাদু করেছো আমায়।
তোমার রূপেতে অন্ধ হয়েছি
আমি যে অসহায়।
আদরে আদরে সোহাগে সোহাগে
অবশ হয়েছে হৃদয়
এ পাশে ও পাশে, রঙিন আকাশে
সবি স্বপ্ন মনে হয়।
মিষ্টি, তোমার কথা
সুখ, খুঁজে পাই
গল্পে গল্পে সময় হারিয়ে
আমি আমাতে নাই।
দিনশেষে, বিষ্ময়ে
আবিষ্কার, নতুন তুমি
নিজেকে, বোকা লাগে
প্রেমিকার, বোকা স্বামী।
ছবি: Dalle-2 processed
১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৬
সুমন রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২৩ রাত ১:৪৭
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
আমার খুব ভালো লাগলো ।
কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা।