![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
একটি মেয়ে তান্নি
রান্নায় পাকা গিন্নি,
দুষ্টুমিতে ভীষন পটু
কয় না কথা মোটেই কটু।
শীতে দেয়না গায়ে কাঁথা
ভালো লাগেনা তার ন্যাড়া মাথা।
মজা করে খায় সে দই
সঙ্গে থাকে তার ভাজা খই।
আসলে সে অনেক ভালো
আমায় ভালোবাসে,
আমার দিকে চেয়ে শুধু
মিষ্টি করে হাসে।
সুমন মাহমুদ
বরইতিয়র, দিরাই, সুনামগঞ্জ।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছড়া। সুখী মনের কথকতা, ভাল লাগলো।