![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
পাখির মতো আমার যদি
থাকতো দুটি ডানা,
যেথায় খুশি উড়ে যেতাম
করতো না কেউ মানা।
আমি যদি আকাশ হতাম
থাকতো তাতে নীল,
তারায় তারায় হতাম আমি৷
আলোয় ঝিলমিল।
নদীর মতো আমার যদি৷
থাকতো প্রবল ঢেউ,
ছুটে যেতাম, নিষেধ আমায়
করতো না তো কেউ।
কিন্তু আমি হলাম মানুষ
শ্রেষ্ঠ হবার জন্য,
মানবসেবায় করতে হবে
জীবনটাকে ধন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।