![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
পড়লে পিঠে শীতের চাবুক
গরম জামা চাই,
তোমার আমার অনেক আছে
গরীব দুঃখীর নাই।
শীতের জামা বাড়তি থাকলে
ওদের হাতে দিও,
শীতের চাবুক থমকে যাবে
এটা ভেবে নিও।
প্রচন্ড শীতের মাঝে
ওদের বড় জ্বালা,
জেগে ওরা স্বপ্ন দেখে
শিউলি ফুলের মালা।
এমন শীতে ওদের পাশে
দাঁড়াও এসে সবাই,
ধনী গরীব ভুলে গিয়ে
সাহায্যের হাত বাড়াই।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: গরীব মানুষদের শীতে খুব কষ্ট হয়।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
প্রশ্নবোধক (?) বলেছেন: জীবনমুখী কবিতা। স্বাগতম।