নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতঃপর আমিও একদিন মারা যাবো...

মুহাম্মদ সুমন মাহমুদ

আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!

মুহাম্মদ সুমন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বিনম্র শ্রদ্ধা, হে আলোর ফেরিওয়ালা...

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৫১


এই মানুষটির মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধার জন্য শহিদ মিনারে আনা হয়নি। তাই কিছু লোক হয়তো জেনেছ, আর বাকী লোকগুলো জানেও না যে, কোন মানুষটির মৃত্যু হয়েছে। পত্রিকার প্রথম পাতায় নামিদামী কোম্পানীর বিজ্ঞাপনের ভীড়ে ঢাকা পড়ে গেছে পলান সরকারের নাম। পলান সরকার তো সেই মানুষ- যিনি নিজের টাকায় বই কিনে ৯০ বছর বয়সেও পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে বই তুলে দিতেন। বই পড়ায় উদ্ভূদ্ধ করতেন। মাইলের পর মাইল পায়ে হেঁটে তিনি মানুষের হাতে বই তুলে দিতেন। আমরা তাঁর হাতে কী তুলে দিয়েছি বলুন তো ? একখানা একুশে পদক ! এদেশের সবচেয়ে বড় পদকের নাম-ই তো পলান সরকার পদক হওয়া উচিৎ ছিল ! বস্তুত, উন্নয়ন নিয়ে ভাবতে ভাবতে আমরা এখন আর উচিত অনুচিত নিয়ে ভাবিনা। সত্যিই আমরা জানলাম না...এরকম একজন মানুষকে আমরা চিনলাম না। ভারত একজন মাদার তেরেসার সান্নিধ্য পেয়েছিল, আর আমরা পেয়েছিলাম একজন পলান সরকারকে। এই মহা মানবের মূল্যায়ন কি আমরা করতে পেরেছি..?
না না দাদা....আপনার সমতূল্য শিক্ষা তিনি অর্জন করতে পারেননি...মাত্র ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি !
------------- বিনম্র শ্রদ্ধা, হে সত্যিকারের মহামানব। মহামানবের কখনো মৃত্যু হয় না। আপনি চিরদিন অম্লান হয়ে থাকবেন...বইয়ের পাতায় পাতায়।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সাদা মনের মানুষগুলো ভালো থাকুক

৩| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৪

মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: আমিন

৪| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৫

মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: আমিন

৫| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১:৪৯

নতুন বলেছেন: জ্ঞানের আলো বিলিয়ে দিতে জীবনের অনেক সময় তিনি পার করেছেন। বিনম্র শ্রদ্ধা তার প্রতি।

৬| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: এরকম লোক যদি প্রতিটা গ্রামে একজন করে থাকতো তাহলে বাংলাদেশ বদলে যেত।

৭| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আসল নাম হারেজউদ্দিন। সেখান থেকে পলান সরকার হয়ে ওঠার রহস্যটি অজানা। ১৯২১ সালের নাটোরে জন্ম। পাঁচ মাস বয়সে পিতৃহারা। সেখান থেকে চলে চূড়ান্ত অর্থকষ্ট ও জীবন সংগ্রামে করুন ইতিহাস। বাংলাদেশ সরকার থেকে একাধিক পুরস্কার প্রাপ্ত। 98 বছর বয়সে এমন চলমান লাইব্রেরীর জীবনাবসান । এমন জ্ঞানপিপাসু মানুষকে জানাই অন্তরের স্যালুট।

৮| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪০

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
পলান সরকারের কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে। নিঃসন্দেহে তিনি আলোর মশাল। নিজে আলোকিত হওয়ার পাশাপাশি চারপাশকেও আলোকিত করেছেন।

৯| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: "আমাকে একটা পলান সরকার দাও, আমি অসংখ্য আলোকিত মানুষ দিব।"

১০| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৫১

বিবেকহীন জ্ঞানি বলেছেন: এরুপ মানুষ পাওয়া এখন খুব ই দুষ্ক...

১১| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৫২

বিবেকহীন জ্ঞানি বলেছেন: এরুপ মানুষ পাওয়া এখন খুব ই দুষ্কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.