নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতঃপর আমিও একদিন মারা যাবো...

মুহাম্মদ সুমন মাহমুদ

আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!

মুহাম্মদ সুমন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নওয়ালা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০৪


আমি হলাম স্বপ্নওয়ালা
স্বপ্ন করি ফেরি,
স্বপ্ন নিয়ে আসতে পারো
কেউ করোনা দেরি।

নেই না টাকা নেই না কড়ি
নেই না বাড়ি গাড়ি,
পয়সা ছাড়া পেতে পারো
স্বপ্ন ভরা হাঁড়ি।

স্বপ্ন শুধু স্বপ্ন নয় যে-
বাস্তবেও থাকে,
স্বপ্নের মাঝে খুঁজে পাবে
তুমি নিজেকে।

স্বপ্ন ছাড়া বাঁচা যে দায়
তাই, স্বপ্ন নিয়েই আছি,
স্বপ্ন নিয়ে থাকতে যে চাই
সারা জীবন বাঁচি।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:০২

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
সপ্নই জীবন।
সপ্নছড়া জীবন অর্থহীন ও হতাশাময়।
কবি মুহাম্মদ সুমন মাহমুদ -এর প্রতি অভিন্দন
এমন একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: স্বপ্ন!!! সারা জীবন তো স্বপ্ন দেখেই পার করছি।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: এজন্যই বলা হয় একজন মানুষ তাঁর স্বপ্নের সমান বড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.