![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
আমার কৈশোর আটকে গেছে
কোন এক সভ্যতার জালে
খোলা মাঠে উদাম দেহে মাতামাতি নেই,
ঘরে বসে শুধু দেখি
মাঠ ভরে গড়ে উঠছে শুধু বাড়ি আর বাড়ি।
আমি শুধু ভাবতে থাকি
কোথায় গেল সেই দিনগুলি,
আমার এখন আর কোন
কৈশোর বাকি নেই।
আড্ডা নেই, হাতে নেই মনের মত বই
সময় কাটাই কম্পিউটারে গেইমস খেলে
আর ফেসবুকে চ্যাট করে,
বন্ধুদের সাথে ঘুরতে যাব
সেই সময়টাও নেই।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৫
আহমেদ জী এস বলেছেন: মুহাম্মদ সুমন মাহমুদ,
এর জন্যে দায়ী আমরা নিজেরাই। আমাদের লোভ-লালসা-ব্যক্তিকেন্দ্রিকতাই আমাদের কৈশোরকে চারদেয়ালের ঘেরাটোপে আটকে রেখেছে।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: বেশ।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: এই আমাদের আধুনিকতা
আর কোনোদিন ফিরে আসবেনা সেই হারানো দিনগুলো।
লিখতে থাকুন। শুভ কামনা রইলো!
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬
চাঙ্কু বলেছেন: ছবির খেলাগুলার জন্য কেউ হয়ত কোন গেম বানিয়ে ফেলবে, যদি এখনও না বানিয়ে থাকে!
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
পদ্যে এসব বিষয় প্রকাশ করা বেশ কঠিন, এগুলো গদ্যের বিষয়, মনে হয়!