![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
ধর্মের গোড়ামি মস্ত বোকামি
ধর্ম সৃষ্টি কার?
তুমি আমি করেছি সৃষ্টি
দিয়েছি বিভাজনের দৃষ্টি
স্রষ্টা তুমি তো সবার।।
তুমি ও মানুষ আমি ও মানুষ
তবে কেন জাতপাতের বড়াই
মানুষের মাঝে স্রষ্টা আছে
তবুও করছি ধর্ম নিয়ে লড়াই
যুদ্ধ হোক মানবতার।।
মানুষ তুমি হয়েছো কি মানুষ?
মানুষের নামে তুমি লজ্জা
মান আর হুঁশের দিয়েছো জলাঞ্জলি
নিজেকে করেছো বার দরজা
মানুষ তোমার মিথ্যে অহংকার।।
বিবেকের কাছে প্রশ্ন করো
কে তুমি কেবা তোমার?
ধর্ম বলে নেইতো কিছুই
সবই তো সৃষ্টি তোমার আমার
জয় হোক সৃষ্টি আর ভালোবাসার।।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৩
দৃষ্টিসীমানা বলেছেন: "মানুষ তুমি হয়েছো কি মানুষ ?" চমৎকার লিখেছেন, ভাল লাগল ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ঠিক বলেছেন । ভালো লাগলো। শুভ কামনা!
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ তুমি হয়েছো কি মানুষ?
মানুষের নামে তুমি লজ্জা
মান আর হুঁশের দিয়েছো জলাঞ্জলি
নিজেকে করেছো বার দরজা
মানুষ তোমার মিথ্যে অহংকার।।
বিবেকের কাছে প্রশ্ন করো
কে তুমি কেবা তোমার?
সাহসি পোষ্ট
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই যুগে ধর্ম একটি মারাত্মক অস্ত্র।