নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Every story I create, creates me. I write to create myself.\n- Octavia E. Butler\n\n

সুমাইতা মেহজাবীন

সুমাইতা মেহজাবীন › বিস্তারিত পোস্টঃ

উপক্রমানিকা

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪

কিছু কিছু আবেগের গভীরতা শুধু মাত্র মাতৃভাষাতেই প্রকাশ সম্ভব। কিছু কিছু সম্পর্কের উষ্ণতা শুধু মাত্র মাতৃভাষায়ই পূর্ণতা পায়। আর আপনার মাতৃভাষাযদি বাংলা হয় তবে আপনি নিঃসন্দেহে অনেক ভাগ্যবান। কথাটা শুধু বলার জন্য বলা নয়। i mean it.আপনিই ভেবে দেখুন না যে 'I love you so much" আর " আমি তোমাকে অনেক বেশি ভালবাসি" দুটোর মধ্যে কোনটা আপনাকে শুনতে এবং বলতে বেশি আত্মতৃপ্তি দেয়?

বাংলা আমার ভাষা, এটা নিয়ে বেশ গর্ব হয়। এর অনেক গুলো কারণের মধ্যে যে কারণটা আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করে তা হল ৫০ টা বর্ণমালা!
ইংরেজিতে বর্ণমালা মাত্র ২৬ টা। এর ফলসরূপ ওরা "ঠ" "ধ" "ত" সহ আরও অনেক বর্ণ উচ্চারণই করতে পারে না। ধরি কারো নাম "তাহানী" । ইংরেজরা এটাকে উচ্চারন করবে "টাহানী" ; "ঠাণ্ডা" শব্দটা উচ্চারন করতে গেলে ওদের জিভে গিট্টু লেগে যাবে। "কিংকর্তব্যবিমুঢ়" শব্দটা আপনি আমি যত সহজে উচ্চারন করছি ওদের এটা উচ্চারন করতে দিলে ওরা মূর্ছা যাবে। কারণ বাংলা ৫০ টা বর্ণের ধ্বনি উচ্চারন আপনার উচ্চারনে একটা প্রাঞ্জলতা এনে দিয়েছে যা পৃথিবীর আর কোন ভাষার পক্ষে কোন কালেই সম্ভব না। ইংরেজরা "সাকিব আল হাসান" পর্যন্ত উচ্চারন করতে পারে না। উচ্চারন করে "শাকিব আল হাসান" !! কারণ আপনি বাঙালি বলেই আপনি জানেন "শ" , "স" আর "ষ" এর মধ্যে পার্থক্য। তারা জানে না! বিশ্বসেরা অলরাউন্ডারের নাম উচ্চারনে যাদের অক্ষমতা তারা কত অভাগা! ভেবে দেখেছেন আপনি আমি কত ভাগ্যবান।??
আর যাদের কারণে আমি "আমার মাতৃভাষা বাংলা" বলার অধিকার পেলাম তাদের প্রতি রইলো আকুন্ঠ শ্রদ্ধা জানিয়ে আমার ব্লগ যাত্রা শুরু করলাম।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯

লেখোয়াড়. বলেছেন:
ব্লগে স্বাগতম।
ভাল লাগা জানিয়ে গেলাম।

২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২

লেখোয়াড়. বলেছেন:
আর লেখাটি কিন্তু অনেক ভাল লাগল।
++++++++++++++++++++++

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮

সুমাইতা মেহজাবীন বলেছেন: অনেক ধন্যবাদ পাঠক :)

৩| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১২

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর লেখা। শুভকামনা রইলো :)

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

সুমাইতা মেহজাবীন বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

আল ইমরান বলেছেন: ভালো লিখেছেন। শুভকামনা রইল।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

সুমাইতা মেহজাবীন বলেছেন: :) ধন্যবাদ

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন তো !
আপনার ব্লগ যাত্রা মসৃণ হোক ।
শুভ কামনা ।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

সুমাইতা মেহজাবীন বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ

৬| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বাঙালির কাছে যেমন বাঙলা, ইংরেজের কাছে তেমন ইংরেজি; আরবের কাছে আরবি! মাতৃভাষা সবার কাছেই প্রিয় । তবে এটা ঠিক, বাঙালির আবেগটা একটু বেশি! ভাষার জন্য রক্ত দেওয়া জাতি বাঙালি ছাড়া আর নেই! হ্যাপি ব্লগিং!

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

সুমাইতা মেহজাবীন বলেছেন: সব জাতির কাছেও তার ভাষা প্রিয় সত্যি। তবে বাংলার মতো সমৃদ্ধ ভাষা আর নেই। এটাও কঠিন সত্য। :) তাই এই ভাষার জন্য রক্ত দেয়ার মতো সাহসও এই জাতির ছাড়া আর কারো নেই। হবেও না বোধ হয়

৭| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল পোষ্ট আমার আগেও অনেকে বলেছে আমার বলাটা ও যথার্থ।সু-স্বাগতম ব্লগে।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

সুমাইতা মেহজাবীন বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো পোস্ট। শুভ হোক পথ চলা।

৯| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৪

সুমাইতা মেহজাবীন বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য । :)

১০| ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভেবে দেখেছেন আপনি আমি কত ভাগ্যবান।??

কোন সন্দেহ নেই তাতে। কিন্তু কষ্ট হয় যখন দেখি এই প্রজন্ম বাংলা আগে অবলীলায় হিন্দি আওড়ায়!!! আর তাদের বাবা-মা খুশিতে গদগদ হয়!

আপনার ব্লগ জীবন সুন্দর হোক- এই শুভকামনা!

১১| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: সুমাইতা মেহজাবীন ,




আপনার ব্লগযাত্রা মসৃন হোক ।

প্রসঙ্গ যখন তুললেনই তখন বলি -----বাংলাকে নিয়ে আপনার গর্ব হয় কারন ইংরেজীর ক্ষমতা বাংলার চেয়ে ২৪ কম । এই অক্ষমতার কারনেই ইংরেজীর কোনও ছাদ-ছিরি নেই । কি বানানে, কি উচ্চারনে । যেমন FUTURE শব্দটি । ছাদ-ছিরি থাকলে উচ্চারন হতো " ফুটুরী" অথচ ইংরেজরা এর উচ্চারন করে " ফিউচার" । অধিকাংশ শব্দগুলোর উচ্চারনই বিদঘুটে । উচ্চারনের সাধারন নিয়ম মতো COME শব্দটির উচ্চারন হবে " কোমি " । ইত্যাদি ইত্যাদি । সব হুজ্জতের ব্যাপার ।

ভালো লাগলো ভাষার জন্যে ভালোবাসা প্রকাশের মধ্যে দিয়ে আপনার যাত্রা শুরুটি ।

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১০

সুমাইতা মেহজাবীন বলেছেন: ধন্যবাদ :)

১২| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

তামিম ইবনে আমান বলেছেন: ব্লগে স্বাগতম! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.