![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহমান সাহেব। বিশাল নামজাদা সমাজকর্মী। মে দিবস উপলক্ষে তাকে একটা বিশেষ আলোচনা সভায় যেতে হবে। সমাজকল্যাণ মন্ত্রীও আসবেন। রহমান সাহেব সেখানে বিশেষ অতিথি। একটা স্পীচ দিতে হবে সুন্দর করে।গতকাল রাত থেকে আয়নার সামনে দাঁড়িয়ে স্ক্রিপ্ট দেখে দেখে স্পীচ দিয়েছেন বেশ কয়েকবার। একটু পরই বের হতে হবে।সকাল থেকে মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করছেন কিন্তু আর পারলেন কই? বুয়া এসে এই মাসের বেতন আজই দিতে বলল। তার মেয়ে নাকি অসুস্থ।কয়দিন ধরে জ্বরে মরছে। ভালো ডাক্তার দেখাতে হবে মাস শেষে যে টাকাটা সে পাবে তা যাতে তাকে এখন দিয়ে দেয়া হয়। আরে, টাকা কি গাছে ধরে নাকি??! হাতে এখন টাকা নেই ,টাকা দেয়া কোনোভাবেই সম্ভব না এটা বুয়াকে ভালো ভাবে বক্তৃতা দিয়ে বুঝাতে গিয়েই মাথা গরম হয়ে গেলো তার।
খাবার টেবিলে বসে মেজাজ আর বেশি বিগড়ে গেলো। চা তে চিনি বেশি হয়েছে। রহমান সাহেব ভদ্রলোক, ভীষণ সাস্থ্যসচেতন।চায়ে চিনি কম খান। চায়ে চিনি কেন বেশি হল এই নিয়ে বউ কেও এক হাত দেখে নিলেন। মিসেস রহমানের শরীর আজ বিশেষ ভালো নেই। জ্বর জ্বর লাগছে তাই সব কাজ একটু এলোমেলো হয়ে যাচ্ছে। ঘুম থেকে দেরী করে উঠেছেন।তাড়াহুড়োয় স্বামীর জন্য চা বানাতে গিয়ে ভুলে চিনি বেশি ঢেলে ফেলেছেন। রহমান সাহেব যখন তাকে একহাত দেখে নিচ্ছিলেন তখন মাথায় প্রচণ্ড ব্যাথা করছিল তাই কারণ দর্শানোর সুযোগও পাননি। যাইহোক, বউ কে একহাত দেখে নিয়ে বের হওয়ার সময় দেখেন জুতাটাই পালিশ করা হলনা! রাগে গজ গজ করতে করতে নিজেই পালিশ করে বেরিয়ে পড়লেন।
গাড়িতে এসি অন। তবুও মাথা ঠাণ্ডা হচ্ছে না তার। হাতের script এর উপর চোখ বুলিয়ে একটু থিতু হয়ে বসলেন তখন ড্রাইভার বলল “স্যার, আমার ছুটি লাগবে। আর কিছু টাকাও যদি দিতেন উপকার হতো। ঘরে বৃদ্ধা মা অসুস্থ। ওষুধ কেনার টাকা নাই।মা কে একটু দেখে আসতে চাই স্যার”......
-‘চলে যা বাড়িতে। তোর চাকরি নট। কাল থেকে আর আসা লাগবে না। আমি অন্য ড্রাইভার দেখব। এই নে টাকা । বিদায় হ!!”
গাড়ি থামল জায়গামতো। অনেক গাড়ি আর সিকিউরিটির ভিড়। মন্ত্রি আসবেন বলে কথা। রহমান সাহেব কোটের বোতাম লাগিয়ে হাঁটা শুরু করলেন। পিছনে হতভম্ব ড্রাইভার একা দাঁড়িয়ে। মাথায় তার হাজার চিন্তা। এই চাকরি না থাকলে বৃদ্ধা মা যে না খেয়ে মরবে, বোনের বিয়ে হবে কি করে? আরেকটা চাকরি পাওয়া তো অতও সোজা না।এখন তার কি হবে............।
বিখ্যাত সমাজকর্মী রহমান সাহেব মে দিবস উপলক্ষে ,শ্রমিক নির্যাতনের বিপক্ষে এবং নির্যাতিত শ্রমিকদের পক্ষে এক জ্বালাময়ী ও মর্মস্পর্শী ভাষন দিলেন। ভাষণ শেষে তিনি যখন করতালি আর প্রশংসার জোয়ারে ভাসছিলেন ড্রাইভারটি তখন ও সজল চোখে বাইরে দাঁড়িয়ে ছিল, বুয়াটি তখন ও রান্নাঘরে পাতিল ঘষামাজা করতে করতে অসুস্থ সন্তানের কথা ভেবে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল আর মিসেস রহমান দাতে দাঁত চেপে ঘরকন্না সম্পন্ন করছিলেন। তাকে যে অসুস্থ হলে চলবে না। তাহলে সংসার চলবে কি করে?
২| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯
সুমাইতা মেহজাবীন বলেছেন: আমরা মানুষরাই আজ এমন। আমাদের কথায় আর কাজে মিল খুব সামান্যই
৩| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪
এস কাজী বলেছেন: ট্রু ফ্যাক্ট। এরাই সমাজসেবক।
৪| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
রূপক বিধৌত সাধু বলেছেন: বঙ্গমুলুকের সমাজকর্মীদের চরিত্র এমনই! এদের কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই ।
৫| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
শামছুল ইসলাম বলেছেন: ভাষণ শেষে তিনি যখন করতালি আর প্রশংসার জোয়ারে ভাসছিলেন ড্রাইভারটি তখন ও সজল চোখে বাইরে দাঁড়িয়ে ছিল, বুয়াটি তখন ও রান্নাঘরে পাতিল ঘষামাজা করতে করতে অসুস্থ সন্তানের কথা ভেবে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল আর মিসেস রহমান দাতে দাঁত চেপে ঘরকন্না সম্পন্ন করছিলেন। - মর্মস্পর্শী,চরম নিষ্ঠুর কিন্ত্তু সত্য !!!!
বর্ণনা ভঙ্গিটা ভাল লেগেছে !!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১
সুমাইতা মেহজাবীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: বঙ্গমুলুকের সমাজকর্মীদের চরিত্র এমনই! এদের কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই ।