![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে না। আর সত্যিই ভালো লাগে না। কতোকিছু ঘটছে প্রতিদিন।কিছু বলার ভাষা আমি প্রতিবারই হারাচ্ছি তাই আর কিছুই বলা হয় না। দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল হচ্ছে। শিক্ষক পিটাচ্ছে, শিক্ষক অপমানে বৃষ্টিতে পা মেলে বসে আছেন। মানুষের সাধ্য কি বৃষ্টির জল থেকে ওই চোখের জল আলাদা করে?
এই জাফর ইকবাল স্যার আজ বাংলাদেশ ছেড়ে চলে গেলে পৃথিবীর অন্য যেকোনো ভার্সিটি তাকে লুফে নিবে। এই দেশের চেয়ে শতগুন আধুনিক আর সম্মানের জীবন যাপনের দেশ তাকে হাতছানি দিয়ে ডাকছে। চাইলে তিনিও চলে যেতেন আর দশজনের মতো। অনেকেই চলে যায়। এখানে দোষের কিছু নেই।বরং এমনটাই হওয়া উচিত। একটা জীবন, যোগ্যতা আছে, সুযোগ আছে তবে কেন পড়ে থাকা এমন দেশে? যেখানে তাকে হত্যার জন্য লিস্ট দেয়া হয়, বাবা যুদ্ধে শহীদ হয়েছেন,মাকে অল্প বয়সে বিধবা হতে দেখেছেন, যুদ্ধাপরাধীদের অপরাধ অন্তর দিয়ে অনুভব করেছেন। তিনি তাদের বিচার চাইলে তিনি 'নাস্তিক!" 'তাকে কতল করা দরকার"! এতো অপমানের পরও মানুষটা দেশ ছাড়েননি।ইয়াসমিন ম্যাম, ওনার সহধর্মিণী। আজ তিনিও মার খেলেন। এখানে কোথাও কি 'জাফর ইকবালের স্ত্রী' হওয়ার 'দোষ' নেই?
মানুষগুলো তবুও দেশ ছাড়বেন না আমি জানি।এভাবে মাটি কামড়ে পড়ে থাকবেন।তারপর এভাবেই একদিন সবাইকে ছেড়ে চলে যাবেন। তারপর আর কেউ কোনোদিন এই দেশে সোনার ছেলে জন্মাবে না, কোনোদিন না। ......সবকিছুর শেষ আছে। তবে হ্যাঁ যাদের কারনে এই দেশ একটু একটু করে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে,পবিত্র আত্মারা তাদের কখনো ক্ষমা করবে না। কখনো না। ইতিহাস বলে না।
৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮
সুমাইতা মেহজাবীন বলেছেন: আর কতো নিচে নামবো আমরা?
২| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২
ফাহাদ মুরতাযা বলেছেন: আপনি ভুল বললেন, আমরা নিচে নামি নাই, আমরা নিচেই আছি।
৩| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫
রানার ব্লগ বলেছেন: যে দিন বাঙ্গালী মস্তিষ্ক কে কাজে লাগিয়ে কাজ করবে সেই দিনই বাঙ্গালী সিড়ির প্রথম ধাপে পা দিবে।
৪| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের ছাত্রসংগঠনগুলোর কীর্তিকলাপ দেখি অার হোসেইন মোহাম্মদ এরশাদ এর সুদূরপ্রসারী চিন্তা-ভাবনার কথা ভাবি! ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে চেয়ে উনি কি ভুল কাজ করেছিলেন, না ঠিক কাজ করেছিলেন? ছাত্ররা করবে পড়ালেখা- ওদের রাজনীতি করার প্রয়োজন কী?
৫| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮
নতুন বলেছেন: আমাদের মানুষ হতে সময় লাগবে।
শিক্ষক এবং ছাত্রদের রাজনিতি করার কি দরকার?
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩২
সুমাইতা মেহজাবীন বলেছেন: আইন করে নিষিদ্ধ করা উচিত এই শিক্ষক ও ছাত্র রাজনীতি নামক কুপ্রবৃত্তি অনুশীলন!
৬| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩
আমি আবুলের বাপ বলেছেন: এখন তিনি নিশ্চিত একটা কলাম লিখবেন,যার শিরোনাম হবে তোমরা যারা ছাত্রলীগ কর।
৭| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১
ফাহাদ মুরতাযা বলেছেন:
"আমি আবুলের বাপ বলেছেন: এখন তিনি নিশ্চিত একটা কলাম লিখবেন,যার শিরোনাম হবে তোমরা যারা ছাত্রলীগ কর।"
আমার মাথায় ঢুকে না তারা মহিলা শিক্ষকের গায় হাত তুলে ক্যামনে?????
খারাপ লাগল একটু, জাফর সাহেবরে অপছন্দ করতে পারি, কিন্তু তাঁর মানে এই না কেউ তারে......... যাই হোক, এখন উনি কি করে, তাঁর 'চিন্তার' কি পরিবর্তন হয়, দেখার জন্য উন্মুখ। কারন তাঁর বউয়ের গায়ে হাত তোলায় ব্যাপারটা কিন্তু ব্যক্তিগত হয়ে গেল।
৮| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮
সুমাইতা মেহজাবীন বলেছেন: আমি সত্যিই বুঝি না ছাত্রের রাজনীতি করার দরকার কি? হোক টা ছাত্রলীগ বা ছাত্রদল! ছাত্ররা বুঝে না সরকার(তা যে দলীয়ই হোক না কেন) এতো অন্যায়ের পরও চুপ থাকে কারণ তাদের 'ছাত্র' নয় 'শিক্ষিত মাস্তান' খুব দরকার!
৯| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬
তপ্ত সীসা বলেছেন: "আমার খুব কষ্ট লেগেছে, যখন ছাত্রলীগের ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, এ স্লোগানের এতবড় অপমান আমার জীবনে দেখিনি।" - মুহম্মদ জাফর ইকবাল
"আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত" - মুহম্মদ জাফর ইকবাল
দড়ি কি খুব সস্তা?????
সর্বত্র যা হবে তা কেন মুহম্মদ জাফর ইকবালের শাহজালালে হবে! কেন? কেন? কেন?????
১০| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫
কলাবাগান১ বলেছেন: রাজাকার বান্ধবরা এখন ঘোলা জলে মাছ শিকারে নামছে
১১| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১
মামু১৩ বলেছেন: রাজাকার পন্থীরা খুশী! কোন লাভ নাই, রাজাকারেরা চির ঘৃনীত।
১২| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২০
ফাহাদ মুরতাযা বলেছেন: "কলাবাগান১ বলেছেন: রাজাকার বান্ধবরা এখন ঘোলা জলে মাছ শিকারে নামছে "
এইসব ফালতু জিনিষ শিকার করে না কেউ, এরা বিষাক্ত পকার মতো নিজেদের বিষে নিজেরাই মরে।
"মামু১৩ বলেছেন: রাজাকার পন্থীরা খুশী! কোন লাভ নাই, রাজাকারেরা চির ঘৃনীত। "
এখন কি করবেন? ষাঁড় কে বাচাবেন না ছাত্রলীগের সাথে আরও দশজনকে পিটাবেন??
বেচারা হাম্বারা, শাহবাগ এর মত আর এক বিপদে!! !!
১৩| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৫
ইমদাদুল্লাহ বলেছেন: আরে বাাবাা!!!!!!!! নামি-দামি কারু সহধর্মীনী ও সজ্জাসঙ্গীনী মার খেছে তো কি হয়েছে, তা না হলে ইতিহাসে অমর হবে কিভাবে (?) তবে বিষয় টি দুঃজনক, আমি এর তীব্র নিন্দা জানাই
১৪| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৮
আরিফুর রহমান হাওলাদার বলেছেন: যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগানের এত বড় অপমান আমার জীবনে দেখিনি। আমি অত্যন্ত ক্ষুব্ধ, যেখানে ছাত্রলীগ হামলা করে, তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে।
‘হামলাকারীরা যদি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তা হলে এর শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিৎ'
আসলেই তাই করা উচিত , দালালি করার কথা মনে থাকে না ?
লজ্জা করে না এখন।
এখনতো বলবে এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না ।
১৫| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৪
ব্লগার রাজনুর বলেছেন: জ্ঞানপাপীদের শেষ পরিণতি।
এখন একটাই কলাম চায় তোমরা যারা ছাত্রলীগ করো। অবশ্য এরকম কলাম আরো আগেই লেখা উচিৎ ছিল। স্যার লিখেছেন তবে ছাত্রলীগকে উদ্দেশ্য করে লিখেন নি।
১৬| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৭
সরলপাঠ বলেছেন: "এই জাফর ইকবাল স্যার আজ বাংলাদেশ ছেড়ে চলে গেলে পৃথিবীর অন্য যেকোনো ভার্সিটি তাকে লুফে নিবে।" - এ কথাটি ঠিক বলেন নাই। কারণ আপনারা যারা জাফর ইকবালকে পুজো করেন এটি তাদের অতি আবেগের কথা। বহিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় তার পাবলিকেশন দেখে। গত দশ বছরে জাফর ইকবালের নামকরা গবেষণা জার্নালে তেমন কোন পাবলিকেশন নেই। তিনি মূলত একজন শিশু সাহিত্যিক। বাহিরের বিশ্ববিদ্যলয়ে তিনি চাকুরীর আবেদন করে শর্ট লিস্টেডও হবেন কিনা সন্দেহ আছে।
১৭| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১
শ্রাবণধারা বলেছেন: জাফর ইকবালের অপমানে রাজাকারের বাচ্চারা খুব খুশী । রাজাকারের পশ্চাৎদেশ চাটা এই কুকুরের বাচ্চারা লাইন ধরে দারিয়ে একের পর এক বাজে কমেন্ট করছে ..........
১৮| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩
ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে রাজাকার উপাধি পেয়েছেন, ইনু সাহেব বঙ্গবন্ধু হত্যার পর খুশিতে আটখানা হয়ে ট্য্যংকের উপর নেচেছিলেন পরবর্তীতে বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হয়েছেন। এবার ছাত্রলীগ ইয়াছমিন ম্যডামের উপর হাত তুললো। দেখি জাফর স্যার কি উপাধি দেন ওদের !
১৯| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩
শামছুল ইসলাম বলেছেন: আপনি যে আবেগ নিয়ে, মমতা নিয়ে একটা দৃশ্য কল্পনা করেছেন, কারো কারো কাছে তাই একটা চরম হাসির খোরাক !!!!
মানুষের সাধ্য কি বৃষ্টির জল থেকে ওই চোখের জল আলাদা করে? - যে চোখের জল আপনাকে ছুঁয়ে গেছে ভীষণ ভাবে, তাই দিয়ে কেউ কেউ কাঁদার সাথে মিশিয়ে কর্দমাক্ত কাঁদার মন্ড তৈরী করেছে, করছে !!!
কত বিচিত্র আমরা, কত বিচিত্র আমাদের মানসিকতা !!!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০
সুমাইতা মেহজাবীন বলেছেন: শত মানুষ শত মত শামছুল ভাইয়া। শত মতে দোষের কিছু নেই। মূল্যবোধহীন "শত মত" এই আমাদের যত কষ্ট। একজন শিক্ষক অপমানিত হওয়া মানে জাতি অপমানিত হওয়া। অথচ কিছু মানুষ এখানেও অপমানিত হওয়ার '১০১ যৌক্তিক কারণ" খুঁজতে বসে। এসব ভাবলে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বের হয়
২০| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯
রায়হান চৌঃ বলেছেন: রাজনীতিতে এখন আর ক্লাসিপাইড লোকদের দেখা যায় না, আছে কিছু নর্দমায় জন্ম নেয়া কীট।
২১| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬
মেহবুবা বলেছেন: সমসাময়িক সমাজচিত্র , বিচ্ছিন্ন ঘটনা নয় এটি।মূল্যবোধ বলে কিছু কি আছে আমাদের? জাফর ইকবাল স্যার কি নিজের জন্য বা তার স্ত্রীর জন্য ব্যথিত? নিশ্চিত জানি মোটেও না। আমাদের অবক্ষয় মাত্রা ওনার বোধগম্য হচ্ছে না। দুঃসময়ের মধ্যে আছি আমরা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
সুমাইতা মেহজাবীন বলেছেন: দিনকে দিন আমরা নিচে নামছি। মূল্যবোধ তলানিতে ঠেকলে আমাদের হুঁশ হবে আপু। তার আগে না
২২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! আহারে !!
২৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: সামুতে আপনার ব্লগ দেখে লগ ইন করলাম! ১ বছর হয়ে গেছে দেখছি!
পোষ্টের বিষয়বস্তু সম্পর্কে আর কি বলবো! দুঃস্বপ্নের দেশে স্বপ্ন দেখা ভুলে গিয়েছি।
ভালো থাকবেন। অনেক শুভকামনা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
সুমাইতা মেহজাবীন বলেছেন: এক বছর হয়ে গেছে একাউন্ট খুলেছি। ব্লগ লেখা শুরু করেছি এক মাসও হয় নি।এতদিন কিছু লিখিনি
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬
ফাহাদ মুরতাযা বলেছেন:
কি আর করবেন উনি! দুধ কলা দিয়ে 'সাপ' পুসেছেন, সে সাপ এখন 'ছোবল' দিচ্ছে।
সাপের আর কি দোষ, তাঁর চরিত্রই ছোবল দেয়া!!
"ইয়াসমিন ম্যাম, ওনার সহধর্মিণী। আজ তিনিও মার খেলেন।"
এইটা অবশ্য চিন্তা করতে পারিনি।