নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Every story I create, creates me. I write to create myself.\n- Octavia E. Butler\n\n

সুমাইতা মেহজাবীন

সুমাইতা মেহজাবীন › বিস্তারিত পোস্টঃ

নৌকাই ভরসা! জয় নৌকা!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

আওয়ামি লীগ আগেই বলেছিল নৌকাই পারে আমাদের উন্নয়নের জোয়ারে ভাসাতে। হে অবিশ্বাসীগণ, এখনো কি তোমরা বিশ্বাস আনবে না? আজকে ঢাকার রাস্তায় যারা বের হয়েছে তারা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছে বাস্তব জীবনে নৌকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

রাস্তার আইল্যান্ডের আড়াই হাত উপরে পানি উন্নয়ন সীমা লঙ্ঘন করে বয়ে চলেছে। রাস্তার ধারে এতদিন মনে আয়েশে মুত্র বিসর্জন করেছেন যারা এবং যারা সে সুযোগ পাননি, গা বাঁচিয়ে ওই অঞ্চল আর দুর্গন্ধ এড়িয়ে চলেছেন আজ তাদের কারো মধ্যে পার্থক্য ছিল না। আজ সাম্যতা প্রতিষ্ঠিত হয়েছে। ওই পানিতে কোমর ডুবিয়ে আজ মানুষকে বাসায় ফিরতে হয়েছে।
মানুষ গাড়ি কিনে। আমি ভাবতেসি নৌকা কিনবো। প্রাইভেট নৌকা। নৌকা ছাড়া বাঁচার আর কোন উপায় দেখতেসি না।







মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২

রাকিব হাসান তৌফিক বলেছেন: প্রাইভেট নৌকার ব্যবস্থা না করে পাবলিকদের জন্য ব্যবস্থা করুন । নৌকা সার্ভিস চালু করুন। ইনকাম হবে আবার প্রাইভেটলি ঘুরার সুযোগ ও পাবেন

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

সুমাইতা মেহজাবীন বলেছেন: সকল পাবলিক নিজ দায়িত্বে নিজের জন্য নৌকা কিনবে

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

মানবী বলেছেন: এমন ‌উন্নয়নের জোয়াড়ে ভাসমান বাংলাদেশ দেখে আতংকিত, ব্যথিত ও ক্রাধান্বিত।

আপনার চমৎকার সেন্স অফ হিউমার দেখে ভালো লাগলো! নৌকা ক্রয়ের অভিযান সফল হোক!

শেখ হাসিনা রাজপথে নৌকা নামাইয়া প্রমাণ করিলেন নৌকা ছাড়া এজাতির কোন গতি নেই!
জয় নৌকা!

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ সুমাইতা মেহজাবীন!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

সুমাইতা মেহজাবীন বলেছেন: আপাই, ওই যে একটা মন্তব্য আছে না? টুট টুট যেখানে নিশ্চিত সেখানে টুট টুট এঞ্জয় করাই শ্রেয়! এই অবস্থা আর কি। আজ এই অবস্থা চোখের সামনে দেখে এলাম। ইচ্ছে করছিলো চোখ বন্ধ করি আর পলকেই উড়ে বাসায় চলে আসি

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

আমি শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ ছবি গুলি দেখানর জন্য , নিজেকে এই শহরের একজন ভাগ্যবান বাসিন্দা মনে করছি । :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪

সুমাইতা মেহজাবীন বলেছেন: আমিও অনেক ভাগ্যবতী বোধ করছি নিজেকে। ভাবুনতো কি চমৎকার ব্যাপার, নৌকা, কার একই রাস্তায় চলে! কি চমৎকার দৃশ্য! :প

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

মানবী বলেছেন: হুমম্! কজন পারে নিজের দুর্দশায় এমন হাসতে।

আমাদের রিক্সা আর গাড়ি নাহয় নৌকার সাথে রাজপথে ভাসছে, ভাবছি সেসব মানুষের কথা যাঁদের আবাস, স্থাবর অস্থাবর সব সম্পত্তি এই রাজপথে পলিথিনে অথবা চাটাইয়ের নিচে ঢাকা থাকে. তারা কোথায়?
আমাদের মহান শেখ হাসিনা অত্যন্ত দয়ালু, পুরনো ঢাকা অগ্নিদগ্ধে অবস্থাপন্ন পরিবারের সজন হারানো মেয়েদের এডপ্ট করে টেলিভিশনে প্রচার করে তাঁদের বিয়ে দিয়েছিলেন। আজ এই গৃহহারা মানুষদের তাকে অনেক বেশি প্রয়োজন... দয়া ও ডিগ্রীর সাগর আমাদের প্রধানমন্ত্রী এসকল পরিবার ও শিশুদের নিজের সুবিশাল ছায়ায় নিয়ে আসবেন আশাকরি।

শেখ হাসিনার ছায়া অনেক বড়। তিনি আমেরিকায় সরকারী সফরে গেলেও ৫০০ জনের অধিক সঙ্গী নিয়ে চলাফেরা করেন। তাদের সফরের খরচের টাকায় এদের আশ্রয়ের ব্যবস্থা করা যাবে নিশ্চয়।

অনেক অনেক ভালো থাকুন।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

গোধুলী রঙ বলেছেন: তাও ভালো বর্ষা কালটা মাত্র তিন চার মাস। এই তিন চার মাস চিটি মেয়র, মন্ত্রি, সরকারী লোকজন এরা চোখকান বন্ধ করে থাকতে পারেন। যদিও তাও থাকে না, ঘটা করে ১০০ দিনের উন্নয়নের ফিরিস্তি দেন। রাজনীতি করলে অবশ্য লাজ থাকতে নাই।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১

আমি আবুলের বাপ বলেছেন: মানবিক ঢাকার প্রবক্তা মেয়র সাহেব কই?ওনারতো নিজের গাড়ি নাই।তাই বলে কি নিজের নৌকাও নাই?

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

ই হক মুরাদ বলেছেন: মনে হল অনেকদিন পর সবাই মন খুলে (৫৭ ধারা ভুলে ) মন্তব্য লিখল। মজা পাইলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৯

সুমাইতা মেহজাবীন বলেছেন: এইসব বলবেন না ভাই। ভয় পাই! :প

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২

শতদ্রু একটি নদী... বলেছেন: আপা, আইডিয়া খারাপ না। নৌকা কিনে রেখে দেন। নিজের কাজেও লাগবে আবার ভাড়ায়ও দিতে পারবেন। সামনের বছরগুলিতে অবস্থা নৌকা চলাচলের আরো উপযোগী হবে বইলা আশা করা যায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১১

সুমাইতা মেহজাবীন বলেছেন: ভালো বুদ্ধি ভাই। বাড়তি ইনকামের সুগম পথ। আর কেউ রহিবে না বেকার। দেখলেন সরকার কতো বুদ্ধিমান? বেকারত্ব ঘুচানোর পথা খুলছেন! বাহ বাহ

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

কিচ বলেছেন: হে জলবন্দী ঢাকাবাসী,

আপনারা ঘরে ঘরে নৌকার গ্যারেজ খোলেন, ষ্টিয়ারিং হুইল বাদ দিয়া সবাই বৈঠা মারেন। গন্তব্যে পৌছাতে পারবেন জুতো না ভিজিয়েই, আবার গাড়ির জ্বালানীর মূল্য বৃদ্ধিকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেও পারবেন.....।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৩

সুমাইতা মেহজাবীন বলেছেন: :)

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

ক্ষুদে লেখক বলেছেন: সবাই নৌকা নৌকা বলে বলে স্লোগান দিন d^_^b

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১

মোহাম্মদ জামিল বলেছেন: টু টু যখন নিশ্চিত.....তখন টু টু উপভোগ করায় শ্রেয়.... হাই হাই কইরা লাভ নাই.... হীরক রাজার দেশে এটা বাস্তবতা... উলটো টা কল্পনা ছাড়াা কিছু না... সো বলদ জনগেনর উচিত এই অবস্থায় নিজেকে মানিয়ে নেয়া।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০০

হতভাগা রাজু বলেছেন: আমাদের দেশের ইলিশ নাকি ভারতমূখি হয়ে যাচ্ছে নাব্যতা সঙ্কটে ।
ঐসব ইলিশ ধরে এনে ঢাকার হাইওয়ে সড়কগুলোতে ছেড়ে দিলেই তো পারে !!!
ইলিশের প্রজনন হুমকির মূখে পড়বে না ।আবার আমরাও মজা করে বড়শি দিয়ে ঘরে বসেই ইলিশ শিকার করতে পারবো ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

সুমাইতা মেহজাবীন বলেছেন: বাহ ভালো বুদ্ধি তো!

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

মামুন তালুকদার বলেছেন: নৌকা কিনবেন তো ভাল কথা ধোঁয়া থেকে অন্তত পরিবেশ ভাল থাকবে,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.