নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Every story I create, creates me. I write to create myself.\n- Octavia E. Butler\n\n

সুমাইতা মেহজাবীন

সুমাইতা মেহজাবীন › বিস্তারিত পোস্টঃ

দাবিটা মানবতার

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

দাবিটা মৌলিক অধিকার নিশ্চিতের। দাবিটা শিক্ষাকে সার্বজনীন করার। দাবিটা অপবাদ ঘুচানোর। মৌলিক চাহিদা মানে যে সকল চাহিদা দেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমানভাবে নিশ্চিত করা একটা দেশের সরকারের প্রধান দায়িত্ব। নিরাপত্তা, বাড়তি উন্নয়ন এইসব পরের স্টেপ। মৌলিক চাহিদা ৫ টা। ১) শিক্ষা ২)বস্ত্র ৩) বাসস্থান ৪) চিকিৎসা ৫) খাদ্য । খাদ্যের উপর ভ্যাট দিয়ে আসছি আমরা আজ অনেক কাল। ১৫% ভ্যাট রেস্টুরেন্টগুলোতে। রেস্টুরেন্ট বাদ দিন। কাঁচা বাজার, মাছ-মাংসের বাজারে হাত ছোঁয়ানো মুশকিল। এতো উত্তাপ। খালি "ভ্যাট" নাম যোগ করা বাকি আছে ,নাহলে তো খুব একটা পার্থক্য নেই। বাড়তি টাকার চাহিদা সেখানেও। মার্কেটগুলোতে জিনিসপত্র কিনতে গেলে বিভিন্ন পারসেন্টেজের ভ্যাট লাগানো ট্যাগ চোখে পড়ে। বাসাভাড়া আকাশ ছোঁয়া। বাড়িওয়ালারা ইচ্ছে মতো ভাড়া বাড়ায়। এই ব্যাপারে সরকারের কোন মাথা ব্যাথা নেই, কোন পদক্ষেপ নেই। শিক্ষার উপরও ভ্যাট বসালো! দেশে ধরি ছাত্র সংখ্যা ১০০। সরকারিতে সিট আছে ৪০। বাকি ৬০ কই যাবে? পড়াশোনা বন্ধ করে গুন্ডা হবে? চাঁদাবাজি করবে? একটা খনার বচন আছে, "রাঁই পা ধরে সালাম করলে রাঁই বলে 'আমার মতো হও !" [[রাঁই মানে বিধবা]] সরকারের মন্ত্রীদেরও সেই দশা। এরা চায় ছেলেমেয়ে পড়াশোনা না করে মূর্খ হোক।
মৌলিক চাহিদা ৫ টার মধ্যে ৪ টাই গেলো ভ্যাট আশীর্বাদপুষ্ট হয়ে। চিকিৎসার উপর ভ্যাট বাকি আছে খালি। সেটাও দিয়ে দেয়া হোক।

এই দাবি মৌলিক অধিকার নিশ্চিতের দাবি। এই অধিকার যৌক্তিক দাবি। এখানে উচিত প্রাইভেট, পাবলিক সব এক হয়ে আন্দোলন করা। এখানে উচিত দেশের সুশীল সমাজের এক হয়ে মাঠে নামা, এখানে উচিত সকল দলের, গোষ্ঠীর মানুষের এক হওয়া। আমরা স্কুল-কলেজে একসাথে পড়েছি। ভার্সিটি লাইফে হয়তো কেউ প্রাইভেট আর কেউ পাবলিকে। জব লাইফে গিয়ে আবার প্রাইভেট সেক্টরেই ঢুকতে হবে। কারণ সরকারের অতো মুরোদ নেই সকল প্রার্থীকে সরকারি চাকরি দেয়। প্রাইভেট ভার্সিটিগুলোতেও পাবলিকের টিচাররাই এসে পড়ান। আমার ভার্সিটির অনেক শিক্ষক ঢাকা ভার্সিটির। অথচ আমি প্রাইভেটএ পড়ি। তো? আপাত গরিমা নিয়ে লাভ কি? আমরা সবাই বন্ধু।স্কুল কলেজে একই সাথে পড়েছি। সরকারের বন্টন অক্ষমতায় সবার পাবলিকে ভর্তি হওয়া হয়নি। ব্যাস, এতটুকুই। যৌক্তিক দাবিতে সবার এক হয়ে রাস্তায় নামা উচিত।

আজ মৌলিক অধিকারের জন্য সবার এক হওয়া উচিত। এটা ছাত্র অধিকার। এটা নাগরিক অধিকার। এটা মানবিক অধিকার।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


ছাত্র ও শিক্ষেরা 'মানুষের মৌলিক অঢিকারের' আন্দোলন করছে না; ওরা নিজেদের জন্য করছে; সরকার মেনে নিয়েছে; এখন গিয়ে পড়ালেখা করার সময় হয়েছে।

ইয়াবা কম খেয়ে পড়ালেখায় মন দিলে ভালো হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

সুমাইতা মেহজাবীন বলেছেন: কথা বার্তা বুদ্ধির দৌড় নির্ধারণ করে। সরকার মেনে নিয়েছে স্টুডেন্টের কাছ থেকে ভ্যাট নিবে না, নিবে ভার্সিটির কাছ থেকে। ভার্সিটি কি মাছ বেচে টাকা যোগাড় করবে? নিবে সেই স্টুডেন্টদের কাছ থেকেই। তাহলে আর কি হল? যে লাউ সেই কদু! বারবার রাস্তায় নামবে এই ছেলে মেয়েগুলো? শিক্ষার জন্য যেখানে শ্রীলংকার মতো দেশও ভর্তুকি দিচ্ছে তাহলে আমাদের দেশে এই সিস্টেম কেন? আজ আপনাকে টাকা দিতে হচ্ছে না হয়তো। কিছু কাল আপনার সন্তান যখন প্রাইভেটে পড়বে তখন টাকা যখন আপনার পকেট থেকে যাবে তখন আপনার সন্তানকে বলবেন " ইয়াবা কম খেয়ে পড়ালেখায় মন দিলে ভালো হবে" ঠিক আছে ?

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

সুমাইতা মেহজাবীন বলেছেন: দুর্নীতিতে সব চেয়ে গেছে। সরকারিতে যেখানে ছাত্র পড়ে ৫০ টাকায় সেখানে বেসরকারিতে কেন ৫০,০০০? সরকারের উচিত এই ব্যাপারটা ঠিক করা। টা না করে সরকারের নীতি হচ্ছে " তুই যেহেতু ডাকাতি করে অনেক টাকা কামাচ্ছিস তাই আমাকেও কিছু ভাগ দিতে হবে!!"

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

বুলস আই বলেছেন: ভাল লিখা আপু । এই আন্দলনে সবাই এক হয়া দরকার

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সুমাইতা মেহজাবীন বলেছেন: হুম সবার , সবস্তরের

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:

"। ভার্সিটি কি মাছ বেচে টাকা যোগাড় করবে? "
-ভার্সিটি মাছ বেছে না, ওরা মুরগীর ব্যবসা করে।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: গাজী আঙ্কেল, অন্যরে কিংবা যে কাউকে সম্মান দিয়া কথা বলার বেলায় আপনার যোগ্যতা কিংবদন্তীতুল্য। এক্কেবারে খচ্চর ক্যাটাগরির। নিজের সম্মান নিজেই রাইখেন।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সুমাইতা মেহজাবীন বলেছেন: #চাঁদগাজী বলেছেন:

"। ভার্সিটি কি মাছ বেচে টাকা যোগাড় করবে? "
-ভার্সিটি মাছ বেছে না, ওরা মুরগীর ব্যবসা করে।

দেখুন , আপনার বুদ্ধির জোর বোঝা হয়ে গেছে। তাই আর কথা বাড়াতে চাই না। আপনার বাচ্চা যেদিন মুরগি হবে, সেদিন আমি এক মুরগির বাপকে এই কথার জবাব দিবো। সেদিনের জন্য কথাটা তোলা থাক

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২

চলন বিল বলেছেন: চাঁদগাযী একটা ভোকচোদ, জানে না কিছুই সব জায়গায় লাফালাফি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.