নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Every story I create, creates me. I write to create myself.\n- Octavia E. Butler\n\n

সুমাইতা মেহজাবীন

সুমাইতা মেহজাবীন › বিস্তারিত পোস্টঃ

History Repeats Itself‬

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

সময় ১৯৭১ঃ
"অরে তোমরা নিয়ো না, অরে মাইরো না" যুবক ছেলেটাকে বা বৃদ্ধ লোকটাকে যেদিন ওরা জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলো বা ঘরের যুবতী কিংবা অপ্রাপ্ত বয়স্ক বা মধ্য বয়সী মহিলাটাকে যেদিন ওরা ক্যাম্পে নিয়ে যাচ্ছিলো, সেদিন বৃদ্ধা মা বা কোলের বাচ্চাটার আর্তনাদ হয়ত চিৎকার করে এইসব বলছিলো। যে বাচ্চাটার গলায় দা চালিয়েছিল সে বাচ্চাটা হয়তো বলছিল তাকে না মারতে...... কিন্তু তাদের কারো কথাই এই নরপিশাচরা শুনেনি। দেশ ভিজেছিল তাজা রক্তে।নদী,খাল, ড্রেন সব জায়গায় পচা গলিত লাশ!

সময় ২০১৫ঃ
সারাদেশ অপেক্ষা করছে সে মাহিন্দ্রক্ষণের। সেই নরপিশাচের উল্লেখযোগ্য একাংশ আজ জেলে। তাদের ফাঁসির অপেক্ষা। তারা প্রাণভিক্ষা চেয়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো সাজানো গুছানো ওই লাইনগুলোর আড়ালের শব্দ এইগুলোই "আমায় মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও"...... তাদের ক্ষমা নাকচ। একটু পরই দেশের মাটি থেকে দুইটা নরপশু কমে যাবে।

বাতাসে কান পাতলে শোনা যাবে বাতাস খুশিতে হাসছে কারণ একটু পর থেকে আর তাকে দুইটা পাপীর ফুসফুসে বাতাস যোগাতে হবে না।বাতাস হবে বিশুদ্ধ!

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

মোঃসুমন মজুমদার বলেছেন: তুলনাটা ভালো হয়েছে।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৯

সুমাইতা মেহজাবীন বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: বেশ ভালো ভেবেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.