![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেসপাসিতো গানটা কেন এত জনপ্রিয় হল?
ডেসপাসিতো গানটিতে শুধুই যৌনতা নাকি অন্য কোন অর্থও লুকিয়ে আছে?
গানটির অর্থ দেখতে এই লিংকে যান Luis Fonsi, Daddy Yankee ft. Justin Bieber- Despacito Lyrics Bangla
এ পোস্ট দেয়ার সময় পর্যন্ত ইউটিউবে এই গানের ভিডিও দেখা হয়েছে ২৮৫ কোটি বারেরও বেশি!!
ইউটিউব লিংক Luis Fonsi - Despacito ft. Daddy Yankee
Justin bieber Version: Justin bieber - Despacito ft. Luis fonsi and Daddy Yankee
ডেসপাসিতো গানটি পুয়ের্তোরিকান দুই শিল্পী লুইস ফনসি এবং ডেডি ইয়াংকির সৃষ্টি। গানটি কিছুদিন আগেই অনলাইনে সবচেয়ে বেশি শোনা গান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। মাত্র ৬ মাসের মধ্যে ৪৬০ কোটি বার শোনা হয়েছে সেই গান।এ বছরের জানুয়ারি মাসে মুক্তি পাওয়া এ গানের দৈর্ঘ্য ৩ মিনিট ৪৭ সেকেন্ড। ইউটিউবে এখন পর্যন্ত এটা দেখা হয়েছে ২৫৪ কোটি ৭২ লাখের বেশিবার। ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি ডেসপাসিতো গানটি পুয়ের্তোরিকার পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। গানের ভিডিওতে যে সব জায়গা দেখানো হয়, সেগুলোর প্রতি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
জনপ্রিয় গান 'ডেসপাসিতো'-র 'উত্তেজক' কথা নিয়ে অভিযোগ পাবার পর মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গানটির সম্প্রচার নিষিদ্ধ করেছে।
দেশটির একজন সিনিয়র মন্ত্রী বলেছেন, গানটি তারা অনৈসলামিক হিসেবে বিবেচনা করছেন।
মালয়েশিয়ার সেন্সরশিপ আইন খুবই কড়া এবং এর আগেও তারা স্পর্শকাতর বিভিন্ন অডিও-ভিডিও নিষিদ্ধ করেছে।
"মানুষের অভিযোগের কারণে সরকারী মালিকানাধীন সম্প্রচারকেন্দ্র থেকে ডেসপাসিতো বাজানো হবে না" এএফপি সংবাদ সংস্থাকে বলেন মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী সালেহ সাঈদ।
"গানের কথাগুলো শোনার জন্য উপযুক্ত নয়" তিনি বলেন।
ডেসপাসিতো গানটি অনলাইনে সবচেয়ে বেশি চালানো হেয়েছে।
এর মধ্যে বেসরকারি রেডিও স্টেশনগুলোকেও "সেলফ-সেন্সরশিপ করতে উদ্বুদ্ধ" করা হচ্ছে বলে তিনি জানান।
মালয়েশিয়ার বিরোধী ইসলামিক দল, পার্টি আমানাহ নেগারা এর আগে স্প্যানিশ এই গানটির 'যৌন আবেদনময়' বিষয়বস্তুর কারণে সরকারের প্রতি গানটি সেন্সর করার আহ্বান জানায়।
দলটির মহিলা উইংয়ের প্রধান, আর্তিজা উমর ঐ সঙ্গীতকে "পর্ন" হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন যে গানটি শিশুদের জন্য উপযুক্ত নয় ( source: বিবিসি )
২| ২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পঠিতের তুলনায় মন্তব্য দেখিয়া টাস্কিত হৈলুম।তবে কি সামুর ব্লগাররা সবে কিপ্টা হৈয়া গিয়াছে?
৩| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্রাতা কি করি ...
ইহা কি তবে যাহা শুনি তেমনি অটো ক্লিক বাজীর কারসাজি???
উনার প্রোফাইল চেক করিলাম! সর্বমোট পোষ্ট ১৪ টি
যাহার মেধ্য মন্তব্য ০ থেকে ৩ এ সীমাবদ্ধ!!!
কি জানি বাপু!- সব সম্ভবের এই দেশে কত কিছূই না হয়.................
৪| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬
সনেট কবি বলেছেন: পঠিতের তুলনায় মন্তব্য দেখিয়া টাস্কিত হৈলুম।তবে কি সামুর ব্লগাররা সবে কিপ্টা হৈয়া গিয়াছে? কবি কি করি আজ ভেবে না পাই এর এ মন্তব্যের জবাবে বলতে চাই তাহারা পোষ্ট পড়িয়া বেহুঁস হইয়াছেন। হুঁস ফিরলেই তাঁহারা মন্তব্য করিবেন। ভাগ্যিস আমি পোষ্ট পড়ি নাই। নতুবা হয়ত আমিও মন্তব্য করিতে পারিতাম না।
৫| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মমিনের এ কেমন অশ্লীলতা লৈয়া পোষ্ট বাপু???
৬| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২
তপোবণ বলেছেন: পোস্ট পড়িয়া পাঠককূল পিল পিলাইয়া লিংঙ্কে ক্লিক করিতেছে। টিউবে মাতিয়া থাকায় মন্তব্যে আবেগ হারাইয়া ইউটিউবে ভাবাবেগ রাড়াইয়া হাস পাস করিতেছে। এদিকে লেখক ভ্রাতা অটো রিফ্রেসে ক্লিকের পর ক্লিক মারিয়া পঠনের নাম্বার ভরি করিতে সক্ষম হইয়াছেন। আপনার কেহ মাইন্ড খাইয়েন না। এটা অনেকটাই জিপি্এ ফাইভ পাওয়ার মতো অবস্থা। এই লেখক জিপিএ ফাইভ পাইয়াছেন। ভেরি ইন্টিলিজেন্ট বয়।
৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫
সুন্দর মমিন বলেছেন: পঠিত! আমার মোবাইলের ব্রাউজারে দেখায় শুধু কয়জন কমেন্ট করেছেন। পঠিতের সংখ্যা কী তা আমার দেখার উপায় নাই।
৮| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৭
সুন্দর মমিন বলেছেন: অটো ক্লিক! আমি এ পোস্ট করার পর দেখেছি মাত্র ২ বার। কেও যদি পড়ে কিন্তু মন্তব্য না করে আমার কী করার আছে ভাই?
৯| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮
সুন্দর মমিন বলেছেন: উহারা অশ্লীলতা করিবেন আমরা কহিলেই দোষ!
১০| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩১
সুন্দর মমিন বলেছেন: জিপিএ পেয়েছি জীবনে একবার মাত্র। ২০০৮ সালে।
পঠিত! আমার মোবাইলের ব্রাউজারে দেখায় শুধু কয়জন কমেন্ট করেছেন। পঠিতের সংখ্যা কী তা আমার দেখার উপায় নাই।
আর সন্দেহ করাটা ভাল। কারণ কালকে সারাদিনতো আপনি আমার সাথে ছিলেন না। আমি ক্লিক করেছি না আপনারা ক্লিক করেছেন সেটা সন্দেহ করতে পারেন। তবে আমি পোস্ট করার পর মোটে ২ বার রিভিশন দিয়েছি।
১১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৩
সুন্দর মমিন বলেছেন: আমার মনে হচ্ছে পোস্টটি যৌনতা বিষয়ক হওয়ায় অনেকে পড়েছেন কিন্তু মন্তব্যে করেন নি।
১২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
সুন্দর মমিন বলেছেন: আমি খুব মেধাবি নই।
আমার মনে হচ্ছে পোস্টটি যৌনতা বিষয়ক হওয়ায় অনেকে পড়েছেন কিন্তু মন্তব্যে করেন নি।
১৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
সুন্দর মমিন বলেছেন: আমার মনে হচ্ছে পোস্টটি যৌনতা বিষয়ক হওয়ায় অনেকে পড়েছেন কিন্তু মন্তব্যে করেননি।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৫
প্রোলার্ড বলেছেন: মারাত্মক যৌনতা সম্বলিত এই গানটি । কোন দেশ বা দেশের তারকারা কি নিজেদের দেশকে , দেশের পর্যটন খাতকে এভাবে প্রমোট করে ? এটা তো সে দেশে গিয়ে সরাসরি ব্রথেলে ওঠার একটা আহবান জানাচ্ছে। নারীগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে তাতে তাদের গায়ে কাপড় না রাখলেই পারতো। পুয়ের্তোরিকোয় প্রস্টিটিটিউশনকে একটা পর্যটন শিল্প হিসেবেই দেখাচ্ছে এখানে।
আমার কাছে বরং মুহিতকে নিয়ে যে প্যারোডি করা হয়েছে সেটাই ভাল লেগেছে।