| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খন্দকার আলমগীর হোসেন
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
তোর কি জানা, তুই যে আমার
পরম অভিলাষা,
তোর জন্যে নিয়োগকৃত
সকল ভালোবাসা।
তোর প্রেমে সম্পৃক্ত আমি
স্বঘোষিত হিরো,
অতীত দিনে তোর বিহনে
জীবন ছিলো জিরো।
তুই অপরূপ প্রেমের দেবী
আরাধনার, পূজার,
প্রতিজ্ঞা যে, করবো আমায়
তোর তোষণে উজাড়।
রেহাই যেদিন চাইবি পেতে
একটুখানিক বিষ,
ভালোবাসার প্রমাণ দেবো,
আমার হাতে দিস।।
©somewhere in net ltd.