| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খন্দকার আলমগীর হোসেন
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
তোমায় পেতে অনেক ছিলো লোভ,
পাইনি তোমায়, জীবন ব্যাপী ক্ষোভ।
সময়মতো নিইনি পদক্ষেপ,
তাই ভেবে যে রোজ করি আক্ষেপ।
ভাববে বা কি, সেই শঙ্কার ভ্রম,
দেয়নি সাহস করতে অতিক্রম।
একটি জনের উপস্থিতি, ঘ্রাণ,
হয়নি বলা, আমার ছিলো প্রাণ।
আজ অবধি হয়নি কিছু ম্লান-ই,
যাচ্ছি টেনে ব্যর্থ হবার গ্লানি।
©somewhere in net ltd.