![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। স্বামী: হ্যালো! ওগো শুনছ, আমি গাড়ি চালিয়ে সুজানার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ একটা ট্রাক টাল সামলাতে না পেরে আমার মুখোমুখি হয়ে গেল। আমি কোনোমতে ট্রাকটাকে পাশ কাটিয়ে গেলাম। কিন্তু একটা বিশাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটা থমকে গেল। আরেকটু হলেই ৫০ ফুট নিচের একটা খাদে পড়ে যেতাম। কোনোমতে উঠে এসেছি। পা আর হাতের হাড় ভেঙেছে। এখন আমি হাসপাতালে!
স্ত্রী: বলি সুজানাটা কে, হ্যাঁ
২। একদিন ঘুম থেকে উঠে রতন তাঁর স্ত্রীকে বললেন, ‘আজকের সকালটা সুন্দর।’
পরদিনও ঘুম থেকে উঠে রতন বললেন, ‘আজকের সকালটা সুন্দর।’
এর পরদিনও একই ঘটনা।
এভাবে এক সপ্তাহ পেরোনোর পর রতনের স্ত্রী বিরক্ত হয়ে বললেন, ‘প্রতিদিন এই কথা বলার মানে কী?’
রতন: সেদিন ঝগড়ার সময় তুমি বলেছিলে, কোনো এক সুন্দর সকালে তুমি আমাকে ছেড়ে চলে যাবে।
৩। রুমকীর হাতব্যাগটা হারিয়ে গিয়েছিল। ব্যাগটা পেয়ে ফেরত দিতে এল বিলু।
রুমকী: আশ্চর্য। আমি যখন ব্যাগটা হারিয়েছি, তখন ভেতরে একটা ৫০০ টাকার নোট ছিল, এখন ভেতরে ১০টা ৫০ টাকার নোট—এটা কেমন করে সম্ভব!
বিলু: সম্ভব। কারণ, এর আগে যখন আমি একজনের ব্যাগ ফেরত দিতে গিয়েছিলাম, তাঁর কাছে আমাকে পুরস্কার দেওয়ার মতো ভাঙতি টাকা ছিল না!
কমন পড়লে দোষ নাই।
০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৩২
স্বস্তি২০১৩ বলেছেন:
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
স্বস্তি২০১৩ বলেছেন: ধন্যবাদ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
রাখালছেলে বলেছেন: শেষটা মারাত্মক । হোটেলের বেয়ারা রা এই কাজটি প্রায়ই করে থাকে ।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
স্বস্তি২০১৩ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
কাক পাখি বলেছেন: স্বস্তি২০১৩, ভাল লাগল।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা কে বোলছি: আপু ছবি (প্রোফাইল পিক) বদলালেন কিভাবে? প্রকৃয়া টা জানালে ভাল লাগতো।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
স্বস্তি২০১৩ বলেছেন: ধন্যবাদ কাক পাখি।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কাক পাখি,
আপনার পেইজে গিয়ে ডান পাশে উপরের কিনারে দেখবেন 'নোটিশ বোর্ড' আছে, তার নিচে আপনার নাম। সেটার নিচে দেখবেন এডিট অপশান আছে। ওখানে ক্লিক করে পরে ছবি ব্রাউজ করে আপলোড করতে পারবেন।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩
কালো মেঘ বলেছেন: ধারান হেসে নিই .. হাহাহাহা
০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৩০
স্বস্তি২০১৩ বলেছেন:
৮| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৭
জলপরী১৮ বলেছেন: হিহি
০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫২
স্বস্তি২০১৩ বলেছেন: হা হা
৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪
অনুজ্জ্বল বহ্নিশিখা বলেছেন: মজা পেলুম :-D
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্ত্রীরা কি এতই খারাপ?