নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিরসুখী জন।

SwornoLota

এই আছি এই নেই হয়ে চুপিসার...

SwornoLota › বিস্তারিত পোস্টঃ

প্রথম বর্ষণ

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২১



আজকে আমার কতো জনমের স্বপ্ন দিয়েছে ডাক,
মনের জানালা আকাশের দিকে চেয়ে খোলা মেলা থাক।

কতো শত কথা ভীড় করে ছিলো মনের অতল কোণে,
অবগুণ্ঠন ভেঙে আজ সব মুক্তি পেয়েছে মনে।

প্রকৃতি কখনো ছিলো না এমন, হবে না আর কখনো,
বাতাস বলছে আনকোরা এই সুরে ধ্যান দিয়ে শোনো।

বৃষ্টি মাটিকে ছুঁয়েছে, পতন বীণায় বেঁধেছে সুর,
বৃষ্টি কুয়াশা ঝাপসা করেছে দৃষ্টির বহুদূর।

আকাশ ঝর্ণা ধারায় বাতাস দিয়েছে কাঁপন দোলা,
ধূসর আকাশে মেঘ ছুঁয়ে যায় আরো মেঘেদের ভেলা।

ভেজা বাতাসের গন্ধ এমন করেছে পাগল পারা,
অচেনা আমার এই অনুভূতি আকুল আত্মহারা।

উঠোনের ঢালু মাটি বেয়ে ধারা গড়েছে আপন নদী,
আমিও যেতাম কাছাকাছি আজ তুমিও থাকতে যদি...

দূরে থেকে কতো স্বপ্ন দেখালে ভালো লাগিয়ে পৃথিবী,
নূতন লেগেছে সবকিছু যেনো প্রথম দেখছি সবই।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

কল্লোল পথিক বলেছেন:








চমৎকার কবিতা।

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৩

SwornoLota বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন।

২| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে
পড়ে ভাল লাগলো।

++++++++++

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

SwornoLota বলেছেন: কৃতজ্ঞতা জানাই অনুপ্রেরিত করবার জন্য।

৩| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

পুলক ঢালী বলেছেন: প্রকৃতিকে মনের মাঝে নিয়ে রোমান্টিক কবিতা ভাল লাগলো।

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

SwornoLota বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৪| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

সিগনেচার নসিব বলেছেন: বাহ ! দারুন কবিতা

দূরে থেকে কতো স্বপ্ন দেখালে ভালো লাগিয়ে পৃথিবী,
নূতন লেগেছে সবকিছু যেনো প্রথম দেখছি সবই। +++++

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৬

SwornoLota বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য।

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৭

SwornoLota বলেছেন:
আপনার প্রোপিকটা আমার বেশ লাগে!
দারুণ একটা ছবি।
নিজে তুলেছেন?

৫| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

প্রথমকথা বলেছেন:



উঠোনের ঢালু মাটি বেয়ে ধারা গড়েছে আপন নদী,
আমিও যেতাম কাছাকাছি আজ তুমিও থাকতে যদি...

সুন্দর কবিতা।

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৭

SwornoLota বলেছেন: অনেক ধন্যবাদ আপু! উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা জানাই।

৬| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

নয়ন বিন বাহার বলেছেন: উঠোনের ঢালু মাটি বেয়ে ধারা গড়েছে আপন নদী,
আমিও যেতাম কাছাকাছি আজ তুমিও থাকতে যদি..

অসাধারন ভাব।
কেমনে আসে এসব?

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৪

SwornoLota বলেছেন: ধন্যবাদ!
ওদের মন চাইলেই আসে আর কি...

৭| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

নয়ন বিন বাহার বলেছেন: ওদের মন চাইলেই আসে?
হা হা হা.......... :)

২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

SwornoLota বলেছেন: হা হা হা! আসে তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.