![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতটুকু বাসি ভালো-
আর কত বাসতে পারিনি তারে,
সেই কথা তুলে সেও কি ততোটা ভালোবাসতেই পারে?
কতটুকু কথা দেয়ার পরেই
ভেঙে হলো খান খান,
সে কথায় সে কি বলবে নিজেও
ভেঙেছিলো কতোখান?
কতোগুলো রাত অভিমান ছিলো,
গুমরানো চাপা কান্নার জলে,
কত মুহূর্ত বুকের পাঁজরে
বজ্রের স্বরে ঢাক ডামা ডোলে,
কত কত ভোরে বিনিদ্র চোখ
শূন্যের কাছে হাত পেতেছিলো,
কত অনন্ত যুগের পুরাণে
প্রাণের দীর্ঘশ্বাস!
অভিযোগ মানে,
ধীরে ধীরে মনে
সে সকল ইতিহাস...।
আজো সে অহমবোধের ক্রিয়ায়
দূর দূরত্ব অসমাপিকায়
চির সে প্রাচীন গল্প লিখার
নব নব অভ্যাস।
এভাবেই প্রেম ঝরে যাওয়া ফুল,
আটপৌরে সে শিউলি বকুল,
প্রতি সকালের আঙিনায় তার নিত্য চিহ্ন ফোটে।
কার কপালের কেড়ে নেওয়া সুখ-
কার ভাগ্যে যে জোটে...!
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪
SwornoLota বলেছেন: খুশি হলাম।
কৃতজ্ঞ হলাম।
অনুপ্রেরণা পেলাম।
ধন্যবাদ জানালাম।
২| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬
SwornoLota বলেছেন: অভিভূত হলাম! কৃতজ্ঞ হলাম! অশেষ ধন্যবাদ জানবেন।
৩| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৩
সামিয়া বলেছেন: বাহ চমৎকার
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৯
SwornoLota বলেছেন: ধন্যবাদ আপু!!
৪| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৪
আহলান বলেছেন: ভালোই তো লাগলো !
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০
SwornoLota বলেছেন: তাই নাকি?? তাহলে তো ভালোই হলো...!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর হয়েছে।