![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে না হয় দেবো না রোদের দিন
থাকবে না আর কোথাও কৃষ্ণচূড়া
আকাশের নীল হবেনা তোমার আর
ঘাসের সবুজ ও সরে যাবে বহুদূর
শুনতে পাবেনা প্রকৃতির প্রিয় সুর।
উদয়াস্তের লালে আঁকা যতো ছবি
শরতের মেঘে উদাস ভাবের কবি
আকাশ কপালে লাল রঙা টিপ- রবি
তোমা ছেড়ে নয় সরে যাবে তারা সবি....
পাখিরা তোমার নাম আর ডাকবেনা
তারারা তোমার হয়ে আর থাকবেনা
শিশির তোমার নাম আর লিখবেনা
নদীরা তোমার কথা আর ভাববে না।
আমি তো যাবোই দূর হতে বহুদূরে
তোমার মনের ছোঁয়া হতে যাবো সরে
আমার জায়গা খালি হয়ে যাবে তোমার মনের পরে...
তবু আজ শোনো একটি বারের ডাক
কিছু কথা নয় না বলাই থেকে যাক
চলো না আজকে স্বপ্নে হারিয়ে যাই !
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪
SwornoLota বলেছেন: শুভেচ্ছা নিন। অনেক অনেক ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫০
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কবিতা, সেই সাথে সুন্দর ছবিটি |
স্বপ্নযাত্রা শুভ হোক |
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৫
SwornoLota বলেছেন: অনেক ধন্যবাদ আপু। সেই সাথে কৃতজ্ঞতা।
৩| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫০
খায়রুল আহসান বলেছেন: আরেকটু ভালো আশা করেছিলাম।
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০১
SwornoLota বলেছেন: আমিও করি। কিন্তু সব সময় সবার থেকে ভালোটা পাওয়া যায় না। পাই না।
৪| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩
নয়ন বিন বাহার বলেছেন: চলো না আজকে স্বপ্নে হারিয়ে যাই !
ভাল লাগল............
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৮
SwornoLota বলেছেন: শুভেচ্ছা আর ধন্যবাদ গ্রহণ করুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমি তো যাবোই দূর হতে বহুদূরে
তোমার মনের ছোঁয়া হতে যাবো সরে
আমার জায়গা খালি হয়ে যাবে তোমার মনের পরে...
ভাল লাগলো