![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো কি আমার শিউলি বকুল-
আমারই বিরহে রয়েছে ব্যাকুল?
আজো কি আমারে হারায়ে তাহারা না ফুটেই ঝরে যায়?
আজো কি আমার খেয়া পার ঘাটে-
ঢেউ উঠে এসে ভেঙ্গে পড়ে তটে?
আজো কি আমারে না পেয়ে তাহারা তীর ছাড়া হয়ে রয়?
আজো কি আমার পুঁইশাক লতা-
পায়ের পাতায় রঙ ঢেলে কথা-
সাজাবার তরে আকুলিয়া নিজে রঙে রসে উছলায়?
আজো কি আমার আকাশে মেঘেরা-
শত স্রোতে আনে বর্ষণ ধারা?
এখনও কি তারা মোর অভাবেই রঙধনু ভুলে রয়?
আজো কি আমার দোয়েল মুনিয়া-
আমারি অভাবে মরে গুমরিয়া?
আজো কি আমায় না শুনিয়ে গান নিরবে কেঁদে ভাসায়?
এখন তো আমি অন্য কোথাও,
অন্য জগতে বসবাস,তাও-
তাদেরি জন্যে হু হু করে এই প্রাণ মন; আর-
ভুলে যাওয়া বুঝি এ জগতে আর আমার হবার নয়...
তারা কি এখনো
কখনো কখনো
শুধুই আমার নয়.....?
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১
SwornoLota বলেছেন: ধন্যবাদ! কৃতজ্ঞতা!
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!