![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা তো মানুষ না, পুরুষ মানুষের বান্দি
বয়স আর গাঙ্গের পানি কারো জন্য অপেক্ষা করে না
মনে মনে আশা করেছিলাম, তোমার সাথে প্রেম করব, ঘর বাঁধব
শাপলা ফুলের মালা বাঁধলা, মনে হয়েছিল আমাকে তোমার মনে বাঁধছ
বাবা-মা, ভাই-বোন, সমাজের বেড়াজালে কিভাবে যে কি করে
অন্য একজনের দ্বিতীয় স্ত্রী হয়ে গেলাম
আমরা মানুষ, তয় মাইয়া মানুষ।
(বলেছেন সাগর তীরবর্তী এক গাঁয়ের গৃহবধু। অকপটে কথাগুলো বলল তার কৈশোরের প্রেমিককে। আগে কখনো আবার ফিরে দেখা প্রেমিককে এসব কথা নিজের অবস্থান বিশ্লেষণ করে বলত কি না জানি না। প্রেমিকের কাছ থেকে কথাগুলো শুনে মনে হলো অন্যদেরকেও বলি। ভাষায় আংশিক পরিবর্তিত।)
২| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৫০
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আমরা চাই নারী তার অনুভূতির কথা অকপটে বলুক।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩
রুদ্র জাহেদ বলেছেন: এখনো সব গ্রামের দৃশ্যপট অনেক নির্মম