নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

সৈয়দ আবুল ফারাহ্‌

এখানে ওখানে ঘুরি। শুনি, পড়ি, হাঁটি, খেলি।

সৈয়দ আবুল ফারাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

তাকে খুব মনে পড়ে

০৭ ই মে, ২০১৬ রাত ২:০৬

তাকে খুব মনে পড়ে
বার বার মনে জানতে ইচছা হয়
সে কি এখন ঠিক সময়ে অফিসে যায়
ঠিকভাবে সকাল বেলা নাস্তা করে
বাসা থেকে লাঞ্চ ক্যারিয়ারে খাবার নেয়
না কি হোটেল ক্যান্টিনের খাবার খায়
ওর জামা কাপড়গুলো কে ধুয়ে দেয়
সকাল সন্ধ্যা এলাচ, দুধ, চিনির চা খায়
কে করে দেয়
কাজের বুয়া আছে
আমি তো খুব ভোরে উঠতাম
ওর কাছে কি কেউ আছে
তিন কুলে তো ওর কেউ ছিল না
খুউব একা
এক্কেবারে একলা ঘরে
ডাইনিং টেবিলে খাবারগুলো কে এনে দেয়
প্লেটে ভাত বেড়ে দেয় কে
সকাল বেলা ঘুম থেকে কে ডেকে দেয়
রাতের বেলা দেরী হলে কে দরজা খোলে
কিভাবে সে সময় কাটায়
হয়ত হাজার রকম ঝক্কি পোহায় সকাল দুপুর রাত
তুমি এখন কেমন আছ?
তুমি এখন কেমন আছ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ রাত ২:২৩

রুদ্র জাহেদ বলেছেন: সত্যি তাকে খুব মনে পড়ে।ভাল থেকো তুমি

২| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৫২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: তাকে খুব মনে পড়ে
প্লেট হাড়ি, পাতিলগুলো কে ধুয়ে রাখে
কাপড়চোপড় শুকিয়ে রাখে
কেমন আছে সে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.