![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা দিবস পালিত হয় প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারে। পরিবার ও সমাজের প্রতি অবদানের জন্য এই দিনে মা, দাদীমা, নানীমা - দের সম্মান জানানো হয়। ২০১৫ সালে মা দিবস ছিল ১০ই মে। ২০১৭ সালে মা দিবস হবে ১৪ই মে, ২০১৮ সালে হবে ১৩ ই মে।
মা দিবস শুরু হয়েছে দুই মহিলার মাধ্যমে, যারা হলেন Julia Ward Howe এবং Anna Jarvis। জুলিয়া ১৮৭০ সালের দিকে বোষ্টনে "শান্তি (pacifism) এবং নারীর প্রতি অস্ত্র বন্ধ" করা প্রচার করার জন্য প্রতি বছর মা দিবস পালন করত। এটা প্রায় দশ বছর স্থায়ী হয়। আনা ১৯০৮ সালে প্রথমবার মা দিবস গ্রাফটন, পশ্চিম ভার্জিনিয়ার একটি চার্চে উদযাপন করেছিল।
©somewhere in net ltd.