![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা প্রেমপত্র লিখব তোমার কাছে,
এতে থাকবে আমাদের
প্রতিদিন সারাক্ষণের হাসি-কান্নার কথা
সকাল, দুপুর, রাত
কাছে, দূরে, আড়ালে কেমন অনুভব করি তুমি-আমি
তোমাকে দেখি, বুঝি, পাই
তোমার রাগ, হাসি, দুঃখ, সুখ
এক সাথে থাকা, এক সাথে হাঁটা, কথা বলা
একটা প্রেমপত্র লিখব আজ তোমার কাছে,
তোমার ছোঁয়া, কাছে টানা, দূরে ঠেলে দেয়া
পাশে বসা, কথা বলা, চিৎকার দেওয়া
পাশাপাশি হাঁটা, গা ঘেসে চলা
তোমার আমার ঠাট্টা, তামাশা
গল্প বলা
থাকবে তাতে
একটি প্রেমপত্র লিখব তোমার কাছে
এতে থাকবে
আইব্রো বা লিপিষ্টিক ঠিক আছে কিনা তা দেখার অনুরোধ
চুঁড়ি শাড়ি ম্যাচিং হল কি না তা বলা
তোমার ব্যানিটি ব্যাগ নিয়ে হাঁটা
চুলে বা শাড়িতে ক্লিপ লাগিয়ে দেওয়া
হাঁটতে গিয়ে পিছিয়ে পড়লে অপেক্ষা করা
২| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ আহমেদ। আমি কবি হতে চাই না। এটা শুধু মনের কথা প্রকাশ।
৩| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার কাব্যগাথা। ভালো লাগলো খুব। এগিয়ে যান কবি ভাই । শুভাশিস রইল।
৪| ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:২২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আবারো কবি সম্বোধন! আমার ভুলগুলো বলুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ রাত ১২:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান প্রিয় কবি। শুভ কামনা।