![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম দেখা প্রথম আলোয় ইচ্ছে সাগর পাড়ে
আলোর ঝিলিক, হাসির ঝিলিক - বললে স্বাগতম।
আঁধার পেরিয়ে অচেনা পথ পাড়ি দিয়ে
নতুন আলোয় তোমাকে পেলাম উন্মুক্ত বিস্তৃত সাগর পাড়ে।
লাল, নীল, সবুজ বা রংধনু রং মেখে
ফড়িং, প্রজাপতি, ও পাখিরা ডানা মেলে উড়ে ফেরে
বলেছিল তোমাদের স্বাগতম।
শত সহস্র বছর ধরে আমি ঘুরি, ফিরি, খুঁজি
আরব, উপমহাদেশ, আরকান জুড়ে
সুর, গান, বিরহ, হাসি-কান্না, ঝড়-বৃষ্টি আর কল-কাকলীতে।
তোমাকে কখনো পাই আবার হারিয়ে ফেলি,
তুমি চন্দ্রাবতী, পদ্মাবতী, লাইলী, না-কি স্বামী-প্রাণ প্রেমিকা?
সবুজ পাতার দোলন, কামরাঙ্গার সোনালী আভা, আমলকীর স্বাদ
নাচিয়ে বেড়ায় মন, চলি খাল-বিল, স্রোত, নদী থেকে সাগর, মহাসাগরে।
জন্মে জন্মে দেখা তোমাকে চিনি, আবার চিনিনা, বুঝতে পারি, আবার পারি না
তাই তোমাকে কখনো পাই, আবার হারিয়ে ফেলি।
কি করে বলি, ভালবেসেছি তোমায় আমি
জনমে জনমে তোমাকে চাই আমি - আখিরাতে - পরকালে।
২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২
বিলিয়ার রহমান বলেছেন: অসাধারন লেখনি।শুভ কামনা রইলো