![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাতে একটি প্রবাদ আছে "চুন খেয়ে গাল পুড়লে দই দেখেও ভয় করে"।আমাদের এমনি অবস্থা,আমরা নিজেরা একে অন্যকে ঠকানোর জন্য মরিয়া হয়ে থাকি।যদি কাউকে ঠকাতে পারি তাহলে রীতিমত গর্বে পা মাটিতে পরে না।এটা ভাল কোন ব্যাপার না।এটা খুব খারাপ ব্যাপার, এই সমাজের প্রতিটি মানুষ নিজেকে এত চালাক ও চতুর ভাবে যে, নিজেকে জানার সময় নেই।যে নিজেকে জানার প্রয়াস করেছে সে অবশ্যই বলবে আমি কিছুই জানি না।আমি কেবল শিক্ষা গ্রহন করছি মাত্র।সত্যি এই পৃথিবীতে অনেক কিছু জানার ও শেখার রয়েছে।নিজেকে চালাক ও বুদ্ধিমান ভাবলে সারা জীবন বোকাই থেকে যেতে হবে।
আমরা বোকা বোকা খেলা নিয়ে এমন ভাবে ব্যাস্ত আছি যে কখন যেন বোকার রাজ্যেকে নিজের আপন আবাস করে নিয়েছি।মানুষ অপরকে ঠকাতে ঠকাতে এমন এক পর্যায়ে এসে পৌছে গেছি যেখান থেকে সবাইকে অবিশ্বাসী বলে মনে হয়।মনে হয় আমাদের চারপাশের প্রতিটি মানুষ ঠকবাজ।শুধু মাত্র লোক ঠিকানো নিয়ে আমরা ব্যাস্ত হয়ে পরেছি।নিজের অজান্তেই আমরা নিজের বানানো ছায়া দেখি। দেখি সেই নিজেকে যে অন্যকে ঠকাতে গিয়ে নিজেকেই শুধুমাত্র ঠকাছি।তাই তো বলি "আগে নিজে পরিবর্তন হোন দেখবেন সবকিছু এমনি পরিবর্তন হয়ে গেছে।
©somewhere in net ltd.