![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সময় আমরা সহজ কথার মায়াতে পরে যায়। এই মায়া আবার ছেলেদের থেকে মেয়েদের বেশী।তাই সবাই এই দুর্বলতার সুযোগ নিতে মরিয়া হয়ে ওঠে। আর মেয়ে সে তো করুনার ধারা হাতে নিয়ে বসে আছে। তার আর চিন্তা কিসের? অনেক সময় অনেক অপরাধের কোন শাস্তি হয় না শুধু হয় বুকের রক্ত ক্ষরন। আমাদের সমাজের দিকে একটু ভাল করে তাকালেই দেখা যাবে এই অসহনীয় দৃশ্য। কিন্তু সহনশীলতা যার মাঝে আছে তাকে তো মানতেই হবে। হ্যাঁ অনেক স্ত্রী লোক আছে যারা তার স্বামীর ব্যাবিচার বা দ্বিগামিতা সম্বন্ধে জানে। তারা জানে তার ভদ্র শ্রেণীর স্বামী অন্য মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। সবকিছু জেনেও তারা সেই স্বামীর ঘর করছে আগের মত করেই। রাগ নেই অভিমান নেই। কিন্তু যদি স্বামী জানতে পারে তার স্ত্রী অন্য পুরুষের সাথে আজকাল অনেক কথা বলছে তাহলেই তার খবর আছে।এ কেমন নিষ্ঠুরতা কারো বেলায় তুমি মায়া কারো বালাতে কঠোরতা। এই কেমন সমাজে আমরা বেঁচে আছি।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১
টিপু০০৭ বলেছেন: টাইটেল এর সাথে লেখার মিল আছে যদি একটু ক্ষতিয়ে দেখি...যদি স্বামী জানতে পারে তার স্ত্রী অন্য পুরুষের সাথে আজকাল অনেক কথা বলছে তাহলেই তার খবর আছে।।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩
উম্মে সালমা কলি বলেছেন: টাইটেল এর সাথে লেখার মিল নেই।