নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love Bangladesh

টিপু০০৭

পাগলের সুখ মনে মনে টাকা বুইঝা পাতা গোনে

টিপু০০৭ › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন কামারের হাতুড়ী পেটা টুংটাং টুংটাং শব্দ আর দা, টাক্কল,ছুরি ধারানো শব্দ শুনি না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

অনেক অনেক দিন কামারের হাতুড়ী পেটা টুংটাং টুংটাং শব্দ আর দা, টাক্কল,ছুরি ধারানো শব্দ শুনি না। শুনি না কোনো ফেরিওয়ালার ক্লান্তিহীন হাঁকাহাঁকি। আমার বাসার পাশ দিয়ে ছুটে যেতো দুরন্ত সাপুড়ের দল। দল বেঁধে গাওয়া সাপুড়ের বাঁশীর সুরের গান শুনি না এখন আর। এখানে সাপুড়ের দল নেই। ফেরিওয়ালা নেই। শব্দ দূষণ নেই। বাতাসে প্রেট্রোল পোড়া ঝাঁঝালো গন্ধ ভেসে আসে না। মানুষে মানুষে দ্বিমতে বাকযুদ্ধ চলে না। শান্ত স্নিগ্ধ বিশাল আকাঁশটাকে হাত দিয়ে জড়িয়ে নেয়া যায়। সেই আকাঁশে খেলা করে দুরন্ত ডানপিটে ধবধবে সাদা মেঘের দল। মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয় বেলাভূমিতে আছড়ে পড়া সু-বিশাল প্রশান্ত মহাসাগরের ঢেউ। সেই বেলাভূমিতে দাড়িয়ে তবে কেনো আমার এ মন রাখালীয়া বাঁশির মত উদাসী বাউলা হয়ে যেতে চায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.