![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি দিন কতো কী ঘটে যাহা তাহা
এই প্রকৃতির ভেতরে বাইরের সমস্ত জগত জুড়ে
মহাকাঁশে কতো কী সৃষ্টি আর কর্মযজ্ঞ চলছে
তো চলছেই নিরন্তর....
যমুনা কালিগঙ্গা ধলেশ্বরী বহে চলে
মাটি কাঁদা জলে নিতুই সবুজে সবুজে সবুজ প্রাণ
পাতায় ফুলে ফলে রূপের সেগন্ধে পাখির কলতানে
বয়ে চলে রূপায়িত এই জীবন নানা রূপে গন্ধে বর্ণে
আর বয়ে চলতে চলতেই ফিরে ফিরে আসে ফাল্গুন।
ফাল্গুন যেন আমাদের বাঙালি জীবনে এক নতুন রূপ
নতুন সুর নতুন প্রাণ কেবলই হুহুকরা সৃষ্টি সুখের উল্লাসে...
ঘুষখোর অফিসার নয়, সুদখোর মহাজন নয়, প্যাথলজির কমিশন নেয়া ডাক্তার নয়, মিথ্যা মামলা নেয়া আইনজ্ঞ নয়, কমিশন নেয়া ইঞ্জিনিয়ার নয়, কন্টেইনার পাচার করা ব্যবসায়ী নয়, রোজার মাসে সারা বছরের লাভ তোলা আড়তদার মজুতদার নয়, মিথ্যা বলা রাজনীতিক নয়, ভেজাল দেয়া উৎপাদক নয়............!!
ভাল মানুষ বানাবার চেষ্টায় নিরন্তর পথে পথে।
একটি ভাল প্রজন্ম দিন, একটি ভাল জাতি দেব।
একটি মূলী বাঁশ বিভাগ দিন, একটি ভাল জাতি উপহার দেব।-জুবায়ের আলম জুবলী ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
হাইপারসনিক বলেছেন: আপনার কামনা সত্য হওক ।
স্বাগতম !