| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো মেঘ রোদ্দুর
আমি অনেক কথা বলতে গিয়ে নীরবতার ছবি, আমি একটু লিখেই ভাবছি আমায়, আমিও নাকি কবি...

সবুজ তোমার চরণ ধুলো মাগো সবুজ তোমার বুক,
ওই বুকেতে আগল করা আমার পুরান সুখ।
সবুজ তোমার আঁচল মাগো সবুজ তোমার ছায়া,
আমার ভুবন সিক্ত করা, তোমার সবুজ মায়া।
সবুজ প্রাণের আলো তোমার, সবুজ তোমার টিপ,
আঁধার মাঝে শক্তি আমার, নিভৃতে প্রদীপ।
সবুজ তোমার স্নিগ্ধ হাসি, সবুজ তোমার মন,
আমার খুশির পাল তোলা নায়ে, ভীষণ প্রয়োজন।
সবুজ শ্যামল নিত্য থাকো, সবুজ ভরা স্বপ্ন আকোঁ,
আমার মাঝে সেই স্বপনের, খেয়াল করা আদর রাখো।
আজো দু চোখ ভরে সবুজ দেখি, দেখার যে শেষ নাই,
ধন্য জনম পেয়ে মাগো, তোমার কোলে ঠাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
কাওসার চৌধুরী বলেছেন:
শুভ ব্লগিং ৷সামুতে আপনাকে স্বাগতম ৷