![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।
কীপ্যাডের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ব্যাকস্পেইস বাটন । অপ্রকাশিত কথা, লুকানো দু:খবোধ, মুছে ফেলা শব্দগুলো, মিথ্যে বেঁচে থাকা, না বলা আনন্দেরা ভালো থাকুক । খুব ভালো থাকুক, ব্যাকস্পেইসের অন্তরালে । প্রিয় কীপ্যাড বাটন তুমি ভাল থেক । ভাল থাকুক অদৃশ্য অন্তরীন ।
.
© সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আপনাদের সহয়তা কামনা করছি । শুভ ব্লগিং ধন্যবাদ ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
গেম চেঞ্জার বলেছেন: খুব ভালো থাকুক,ব্যাকস্পেইসের অন্তরালে । প্রিয় কীপ্যাড বাটন তুমি ভাল থেক । ভাল থাকুক অদৃশ্য অন্তরীন ।
দারুণ লিখেছেন+++++++
২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আপনাকে ধন্যবাদ । শুভ ব্লগিং ।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
সুমন কর বলেছেন: ছোট কিন্তু ভালো....
শুভ ব্লগিং...............
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আসলে আমার লেখার ধরনটাই এমন ক্যাপসুল টাইপের । আপনাকে ধন্যবাদ ।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৩
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। কথাগুলো স্পর্শ করে গেল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: বড়দের কাছ থেকে প্রশংসা পেলে অনেক ভালো লাগে । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮
আরজু পনি বলেছেন:
বাহ খুব সহজে বেশ সুন্দর করে বললেন তো !
শুভ ব্লগিং, তাহসিন ।